ইরানে ছাত্র হত্যার প্রতিবাদে বিক্ষোভের পর গ্রেপ্তার

বাসস
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬

ঢাকা, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ইরানি কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র হত্যার ঘটনায় বেশ কয়েকজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তেহরান থেকে বুধবার মিডিয়ার খবরের বরাত দিয়ে এএফপি জানায়, তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের কাছে ডাকাতদের হাতে ১৯ বছর বয়সী ছাত্র আমির মোহাম্মদ খালেগি নিহত হন। ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে ক্যাম্পাসে নিরাপত্তার দাবিতে ছাত্র বিক্ষোভের সৃষ্টি হয়।

বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গীর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ফারসি সংবাদ সংস্থা জানিয়েছে, শনিবার খালেগিকে তার নিজ শহরে সমাহিত করা হয়েছে।

শুক্রবার বিক্ষোভে কয়েক ডজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জড়িত হয়। হাম মিহান দৈনিকের ওয়েবসাইটে জানানো হয়, সাদা পোশাকধারী নিরাপত্তা বাহিনী হস্তক্ষেপ করার পর উত্তেজনা বৃদ্ধি পায়।

বিজ্ঞানমন্ত্রী হোসেইন সিমাই সররফ বলেছেন, হত্যাকাণ্ডের পর তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ব্যবস্থাপনার প্রধান পদত্যাগ করেছেন। বিক্ষোভের পর শিক্ষার্থীদের গ্রেপ্তারের খবরও অস্বীকার করেছেন মন্ত্রী।

সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ ‘জরুরি ও পুঙ্খানুপুঙ্খ তদন্ত’ করার নির্দেশ দিয়েছেন।

২০২২ সালের সেপ্টেম্বরে মাহসা আমিনির হেফাজতে মৃত্যুর পর ইরানে দেশব্যাপী বিক্ষোভ ছড়িয়ে পড়ার দুই বছরেরও বেশি সময় পর তেহরান বিশ্ববিদ্যালয়ে আবার এই বিক্ষোভ শুরু হয়েছে।

ইরানের কঠোর ইসলামী পোশাকবিধি লঙ্ঘনের অভিযোগে গ্রেপ্তারের তিন দিন পর ওই তরুণীর মৃত্যু হয়। 

খালেগির মরদেহ শনিবার পূর্ব ইরানের দক্ষিণ খোরাসান প্রদেশে তার নিজ গ্রামে সমাহিত করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আবুধাবিতে শেষ হলো ট্রাম্পের গালফ সফর
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি
এভারেস্ট জয়ের ৫০ বছর: হাজারতম নারী আরোহণের দ্বারপ্রান্তে
শেরপুরে লোকালয় থেকে উদ্ধারকৃত সজারু বনে অবমুক্ত
মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
রেললাইন সংলগ্ন এলাকায় হাট বসানো যাবে না
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
কাল একই দিনে পুনরায় শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করতে হবে: ডা. শফিকুর রহমান
পটুয়াখালীতে কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ
১০