সিরিয়ায় মার্কিন বিমান হামলায় আল-কায়েদা নেতা নিহত

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৪

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : মার্কিন সেনাবাহিনী রোববার জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় শনিবার এক বিমান হামলায় আল-কায়েদা-সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠীর একজন জ্যেষ্ঠ সদস্য নিহত হয়েছে। 

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) এক্স-এ এক বিবৃতি জানিয়েছে, মার্কিন সেনাবাহিনী শনিবার উত্তর-পশ্চিম সিরিয়ায় আল-কায়েদার সহযোগী সন্ত্রাসী সংগঠন হুররাস আল-দিন (এইচএডি) এর একজন সিনিয়র অর্থ ও সরবরাহ কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। সেন্টকম তাদের লক্ষ্যবস্তু চিহ্নিত করেনি।

বিবৃতিতে আরো বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং মিত্রদের বেসামরিক নাগরিক ও সামরিক কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসীদের হামলার পরিকল্পনা, সংঘটন এবং পরিচালনার প্রচেষ্টা ব্যাহত এবং দুর্বল করার জন্য এই হামলা চালানো হয়েছিল।

গত ৩০ জানুয়ারি সেন্টকম হুররাস আল-দীনের আরেকজন সিনিয়র কর্মকর্তা, মুহাম্মদ সালাহ আল-জাবিরকে বিমান হামলায় হত্যা করে।

যুক্তরাষ্ট্র-ভিত্তিক এসআইটিই ইন্টেলিজেন্স গ্রুপ জানিয়েছে যে হুররাস আল-দিন ২০১৮ সালের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। 

গত মাসে বিলুপ্তির ঘোষণার আগ পর্যন্ত এটি প্রকাশ্যে আল-কায়েদার প্রতি তার আনুগত্য নিশ্চিত করেনি।

মার্কিন যুক্তরাষ্ট্র ২০১৯ সালে হুররাস আল-দিনকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং এর বেশ কয়েকজন সদস্যের তথ্যের জন্য আর্থিক পুরস্কার প্রদানের ঘোষণা দেয়।

সেন্টকম জেনারেল মাইকেল এরিক কুরিলা এক বিবৃতিতে বলেনে, আমাদের মাতৃভূমি এবং এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র, মিত্র এবং অংশীদারদের রক্ষা করার জন্য আমরা সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রিমান্ড শেষে কারাগারে নীলফামারীর সাবেক এমপি পাভেল
বাংলাদেশ দলে যোগ দিয়েছেন নাইম
টানা দ্বিতীয় এনসিএল টি-টোয়েন্টি শিরোপায় চোখ রংপুরের
শেরপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নারী সমাবেশ
একটি রাজনৈতিক দল ইসলাম ধর্মকে ব্যবহারের চেষ্টা করছে : এ্যানি
সাবেক নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজামের দাফন সম্পন্ন
যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত বিদেশিদের গ্রহণ করল গুয়াতেমালা
চট্টগ্রামে আগামীকাল শুরু হচ্ছে স্তন ক্যানসার প্রশিক্ষণ 
ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে : মিয়া গোলাম পরওয়ার
ফরিদপুরে গ্রামীণ ফুটবল প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
১০