গাজা যুদ্ধবিরতির নতুন ধাপ নিয়ে আলোচনা করবে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা

বাসস
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:১৩

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরাইলি নেতা বেঞ্জামিন নেতানিয়াহু হামাস ও ইরানের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির ওপর ঐক্যমত্য প্রকাশ করার পর সোমবার ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভায় গাজা যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করার কথা রয়েছে বলে জানা গেছে।

জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে রুবিও তার প্রথম মধ্যপ্রাচ্য সফরে ইসরাইল সফর করেন। সোমবার তার সৌদি আরব যাওয়ার কথা রয়েছে।

১৫ মাসেরও বেশি সময় ধরে ইসরাইলের সাথে লড়াই করা ফিলিস্তিনি ইসলামপন্থী গোষ্ঠী সম্পর্কে রুবিও বলেন, হামাস সামরিক বা সরকারি বাহিনী হিসেবে চলতে পারে না। তাদের অবশ্যই নির্মূল করতে হবে। 

যৌথ বিবৃতিতে নেতানিয়াহু বলেন, ‘আমাদের একটি অভিন্ন কৌশল রয়েছে। যদি গাজায় জঙ্গিদের হাতে আটক আমাদের সব জিম্মিকে মুক্তি না দেওয়া হয় তাহলে নরকের দরজা খুলে দেওয়া হবে।’ 

ভঙ্গুর যুদ্ধবিরতির অধীনে ষষ্ঠ বন্দী বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীর মুক্তির বিনিময়ে হামাস তিনজন ইসরাইলি জিম্মিকে মুক্তি দেওয়ার একদিন পর এই মন্তব্য করা হয়। 

ইসরাইল এবং হামাস পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ট্রাম্পের ধ্বংসস্তূপ গাজার নিয়ন্ত্রণ নেওয়ার এবং এর দুই মিলিয়নেরও বেশি বাসিন্দাকে স্থানান্তরিত করার ঘোষণা সংক্রান্ত ব্যাপকভাবে সমালোচিত প্রস্তাব যুদ্ধবিরতির চুক্তির ওপর চাপ আরো বাড়িয়েছে।

নেতানিয়াহু বলেন, আমরা গাজার ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করেছি। ওই পরিকল্পনা যেন বাস্তবায়িত হয়, তা নিশ্চিত করতে তিনি কাজ করবেন।

এই মাসের শুরুতে নেতানিয়াহু ওয়াশিংটন সফরের সময় ট্রাম্প যে পরিকল্পনার কথা উল্লেখ করেছেন তাতে বিস্তারিত কিছু বলা হয়নি। তবে ট্রাম্প বলেন, গাজার বাসিন্দাদের জর্ডান বা মিশরে স্থানান্তরিত করা হবে।

গাজা উপকূলীয় অঞ্চলটিকে ’মধ্যপ্রাচ্যের রিভেরা হিসেবে রূপান্তরিত করা যেতে পারে বলে ট্রাম্প পরামর্শ দিয়েছেন।

এএফপির জানায়, ইসরাইলি সরকারি পরিসংখ্যান অনুসারে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলায় প্রায় ১ হাজার ২১১ জন নিহত হয়। যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।

জাতিসংঘের মতে, হামাস-নিয়ন্ত্রিত ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ইসরাইলের প্রতিশোধমূলক হামলায় গাজায় কমপক্ষে ৪৮ হাজার ২৭১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। 

হামাস রোববার জানিয়েছে, দক্ষিণ গাজার রাফাহের কাছে ইসরাইলি বিমান হামলায় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। যাকে হামাস যুদ্ধবিরতির ’গুরুতর লঙ্ঘন’ বলে অভিহিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নিক্সন চৌধুরীর স্ত্রী তারিনের গুলশানের একটি ফ্ল্যাট জব্দ
জার্মানিতে দুইজনকে গুলি করে হত্যার পর হামলাকারীদের সন্ধানে অভিযান শুরু
বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আসামি গ্রেফতারে অনুমতির সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
১০