সৌদি আরবে যুক্তরাষ্ট্রের সাথে শীর্ষ রাশিয়ান কর্মকর্তাদের বৈঠক 

বাসস
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ আপডেট: : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:২০

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি, ২০২৫ (বাসস) : ক্রেমলিন সোমবার জানিয়েছে, রাশিয়ান শীর্ষ কর্মকর্তারা মার্কিন সমকক্ষের সাথে সম্পর্ক পুনরুদ্ধার, ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে আলোচনা এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের প্রস্তুতি নিয়ে আজ আলোচনা করবেন।

মস্কো থেকে বার্তা সংস্থা ‘তাস’ আজ এই খবর জানায়।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এবং পুতিনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ইউরি উশাকভ মঙ্গলবারের আলোচনায় অংশ নিতে সোমবার দিনের শেষে সৌদি রাজধানীতে পৌঁছেছেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রোববার ’ফক্স নিউজ’কে জানিয়েছেন, তিনি এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজও আলোচনায় অংশ নেবেন।

পেসকভ বলেছেন, আলোচনা মূলত  ‘মার্কিন-রাশিয়ান সম্পর্কের সম্পূর্ণ জটিলতা পুনরুদ্ধারের পাশাপাশি ইউক্রেনীয় নিষ্পত্তির বিষয়ে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি এবং দুই বৈঠক আয়োজনের বিষয় নিয়ে আলোচনা করবেন। 

গত সপ্তাহে ট্রাম্প এবং পুতিনের মধ্যে ফোনালাপের পর এই আলোচনা হবে। যেখানে ট্রাম্প বলেছিলেন, তারা ‘আমাদের নিজ নিজ দলগুলোকে অবিলম্বে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে।’ পুতিনের সাথে আলাপের পর ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ফোন করে তাদের কথোপকথন সম্পর্কে অবহিত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৩ জন হাসপাতালে ভর্তি
এভারেস্ট জয়ের ৫০ বছর: হাজারতম নারী আরোহণের দ্বারপ্রান্তে
শেরপুরে লোকালয় থেকে উদ্ধারকৃত সজারু বনে অবমুক্ত
মুক্তিযোদ্ধা আব্দুল গোফরানের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক
রেললাইন সংলগ্ন এলাকায় হাট বসানো যাবে না
আর্জেন্টিনা দলে ফিরলেন মেসি
কাল একই দিনে পুনরায় শুরু হচ্ছে আইপিএল ও পিএসএল
জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করতে হবে: ডা. শফিকুর রহমান
পটুয়াখালীতে কৃষকদের মধ্যে গোলপাতা বীজ বিতরণ
ইসলামাবাদে যুক্তরাজ্য ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
১০