টেট ভাইদের বিরুদ্ধে 'ফৌজদারি তদন্ত' শুরু: ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল

বাসস
প্রকাশ: ০৫ মার্চ ২০২৫, ১৩:১৮

ঢাকা, ৫ মার্চ, ২০২৫ (বাসস) : ফ্লোরিডার অ্যাটর্নি জেনারেল মঙ্গলবার বলেছেন, স্ব-ঘোষিত নারী-বিদ্বেষী প্রভাবক অ্যান্ড্রু টেট এবং তার ভাইয়ের বিরুদ্ধে একটি ফৌজদারি তদন্ত শুরু হয়েছে। তারা গত সপ্তাহে রোমানিয়া থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণের রাজ্য ফ্লোরিডায় পালিয়ে এসেছেন। সেখানে তারা ধর্ষণ এবং মানব পাচারের অভিযোগের মুখোমুখি হয়েছেন। ফ্লোরিডার মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইডব্লিউ  স্ক্রিপস সম্প্রচারের এক প্রতিবেদকের অনলাইন পোস্ট করা মন্তব্যে জেমস উথমেয়ার বলেন, ‘এই ব্যক্তিরা প্রকাশ্যে স্বীকার করেছে যে তারা বিশ্বজুড়ে নারীদের প্রলোভন, পাচার এবং শিকার করার মতো কাজে অংশগ্রহণ করছে।’

তিনি বলেন, এটি একটি চলমান অপরাধ তদন্ত এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আমরা আমাদের প্রতিটি উপায় ব্যবহার করব। 

অ্যান্ড্রু টেট বৃহস্পতিবার মার্কিন যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। ২০২২ সালে গ্রেপ্তারের পর প্রথমবারের মতো তিনি রোমানিয়ার বাইরে বের হলেন।

পূর্ব ইউরোপীয় দেশটির প্রসিকিউটররা অভিযোগ করেছেন যে, ৩৮ বছর বয়সী টেট, তার ভাই ট্রিস্টান, ৩৬ এবং দুই মহিলা ২০২১ সালের গোড়ার দিকে রোমানিয়া এবং ব্রিটেনে একটি অপরাধমূলক সংগঠন প্রতিষ্ঠা এবং বেশ কয়েকজন ভুক্তভোগীকে যৌন নির্যাতন করেন।

গত সপ্তাহে ফোর্ট লডারডেলে পৌঁছানোর পর সাংবাদিকদের সাথে আলাপকালে অ্যান্ড্রু টেট বলেন, ‘এখনও কোনও অপরাধের জন্য তিনি এবং তার ভাইকে দোষী সাব্যস্ত করা হয়নি।’

তিনি বলেন, আমরা এমন একটি গণতান্ত্রিক সমাজে বাস করি যেখানে দোষী প্রমাণিত না হওয়া পর্যন্ত যে কেউ নির্দোষ এবং আমি মনে করি, আমার ভাই এবং আমাকে মূলত ভুল বোঝা হয়েছে।

বুখারেস্ট সরকার জানিয়েছে যে টেটস, যাদের ব্রিটিশ এবং মার্কিন নাগরিকত্ব রয়েছে এবং রোমানিয়ায় বিচারিক তত্ত্বাবধানে রয়েছেন, তাদের ২৪ মার্চ আদালতে ফিরে আসতে হবে। যেখানে তাদের অনুপস্থিতির ফলে ’প্রতিরোধমূলক গ্রেপ্তার’ হতে পারে।

যুক্তরাজ্যের একটি পৃথক দেওয়ানি মামলায় টেটের বিরুদ্ধে ধর্ষণ এবং বলপ্রয়োগমূলক নিয়ন্ত্রণের অভিযোগ এনেছেন এমন চার ব্রিটিশ মহিলা সম্প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন যে মার্কিন সরকার টেটসকে পালাতে সাহায্য করবে।

এক যৌথ বিবৃতিতে, চার ব্রিটিশ নারী বলেছেন যে ’ট্রাম্প প্রশাসনের চাপের কাছে রোমানিয়ান কর্তৃপক্ষ অ্যান্ড্রু টেটকে ভ্রমণের অনুমতি দেওয়ার খবরে তারা মানসিকভাবে ভেঙে পড়েছেন।’

রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী এমিল হুরেজেনু বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত রিচার্ড গ্রেনেল ফেব্রুয়ারিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এই বিষয়টি উত্থাপন করেছিলেন।

২০১৬ সালে যুক্তরাজ্যের "বিগ ব্রাদার" রিয়েলিটি টেলিভিশন শোতে উপস্থিত হয়ে তিনি খ্যাতি অর্জন করেন। তবে একজন মহিলাকে আক্রমণ করার একটি ভিডিও প্রকাশের পর তাকে সরিয়ে দেওয়া হয়।

এরপর সফল হওয়ার বিষয়ে তিনি প্রায়শই নারীবিদ্বেষী এবং বিভেদমূলক দৃষ্টিভঙ্গি প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের দিকে ঝুঁকে পড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
অন্তর্বর্তী সরকারের প্রথম ও প্রধান সংস্কার হচ্ছে খুনিদের বিচার করা : হাসনাত আবদুল্লাহ
বিএনপির ৩১-দফা ‘রাজনীতির মহাকাব্য’: সালাহউদ্দিন আহমেদ
অন্তর্বর্তী সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর আস্থা কমলে দেশ মহাসংকটে পড়বে : এবি পার্টির চেয়ারম্যান
জীববৈচিত্র্য পুনরুদ্ধারে বেজাকে দেওয়া সোনাদিয়া দ্বীপের ভূমি বন্দোবস্ত বাতিল
জবি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে সরকার
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ নারী ইমার্জিং দল
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা তার বাসভবনে আমন্ত্রণ জানিয়েছেন হোসেনকে
ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আপোষহীন সংগ্রাম করছে জামায়াত : ডা. শফিকুর রহমান
ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস : উপদেষ্টা আসিফ মাহমুদ
বেনাপোলে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক হওয়ার পথে
১০