ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস): সিরিয়ায় ১৪ বছর পর পুনরায় কার্যক্রম শুরু করার পরিকল্পনা ঘোষণা করছে বিশ্বব্যাংক। সৌদি আরব ও কাতার সিরিয়ার বকেয়া ঋণ পরিশোধ করায় এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, ২০১১ সালে গৃহযুদ্ধ শুরুর পর সিরিয়ার সঙ্গে কার্যক্রম বন্ধ করে দেয় বিশ্বব্যাংক। এর ফলে সিরিয়া উন্নয়ন ঋণ, অনুদান এবং কারিগরি সহায়তা থেকে বঞ্চিত হয়ে আসছিল।
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে গত বছর অপসারণের পর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নতুন দামেস্ক সরকারের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপন শুরু করে এবং ধীরে ধীরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রক্রিয়ায় নেমেছে।
বিশ্বব্যাংকের বিবৃতিতে জানানো হয়, এই সপ্তাহের শুরুতে সৌদি আরব ও কাতার মিলে প্রায় ১৫.৫ মিলিয়ন মার্কিন ডলার বকেয়া ঋণ পরিশোধ করে। যার ফলে সিরিয়ার জন্য ব্যাংকের কার্যক্রম চালুর পথ খুলে যায়।
বিশ্বব্যাংক জানিয়েছে, ‘দীর্ঘ বছর ধরে চলা সংঘাতের পর সিরিয়া এখন পুনর্গঠন ও উন্নয়নের পথে রয়েছে। নতুন সিরীয় সরকারের সঙ্গে প্রথম প্রকল্পটি হবে বিদ্যুৎ ব্যবস্থা উন্নত করা।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘প্রস্তাবিত প্রকল্পটি বিশ্বব্যাংক গ্রুপের সহায়তা বৃদ্ধির পরিকল্পিত পদক্ষেপ যা সিরিয়ার জরুরি চাহিদা মোকাবেলা এবং দীর্ঘমেয়াদী উন্নয়নে বিনিয়োগের জন্য ডিজাইন করা হয়েছে। এটি সিরিয়া ও এ অঞ্চলকে স্থিতিশীল করতে সহায়তা করবে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেন যে তিনি সিরিয়ার উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছেন, যাতে দেশটি গৌরবের পথে এগিয়ে যেতে পারে।
পরবর্তীতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, এই পদক্ষেপ সিরিয়ার অর্থনীতি, আর্থিক খাত ও অবকাঠামো পুনর্গঠনে সাহায্য করবে এবং দেশটিকে একটি উজ্জ্বল, সমৃদ্ধ ও স্থিতিশীল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে পারে।