রাশিয়া রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে : ইউক্রেন

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২০:১৬

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেন রোববার জানিয়েছে, রাজধানী কিয়েভসহ দেশটির বিভিন্ন অঞ্চলে রাশিয়া রাতের বেলা রেকর্ড সংখ্যক ড্রোন হামলা চালিয়েছে। এতে একজন নারী নিহত হয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ২৭৩টি ‘শাহেদ ড্রোন’ এবং বিভিন্ন ধরনের অনুকরণকারী ড্রোন উৎক্ষেপণ করেছে। এর মধ্যে  ৮৮টি ধ্বংস করা হয়েছে এবং আরও ১২৮টি তেমন কোনো ক্ষতি করা ছাড়াই নষ্ট  হয়ে গেছে।

ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেনকো বলেন, এটি রেকর্ড সংখ্যক ড্রোন হামলা। রাশিয়ার একটি স্পষ্ট লক্ষ্য হলো- বেসামরিক নাগরিকদের হত্যা অব্যাহত রাখা।

অপরদিকে রাশিয়ান সেনাবাহিনী জানিয়েছে, তারা শনিবার রাতে ও রোববার সকালে ২৫টি ইউক্রেনীয় ড্রোন আটকে দিয়েছে।

তিন বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধ নিয়ে সম্প্রতি ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদলের মধ্যে সরাসরি আলোচনা হয়। তবে এ আলোচনা যুদ্ধবিরতি কার্যকর করতে ব্যর্থ হয়।

আলোচনার পর রাষ্ট্রীয় টিভিতে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, মস্কোর লক্ষ্য হলো এই সংকটের কারণগুলো দূর করা, স্থায়ী শান্তির পরিস্থিতি তৈরি করা এবং রাশিয়ার নিরাপত্তা নিশ্চিত করা।

তিনি বলেন, রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনের প্রায় ২০ শতাংশ দখল করে নিয়েছে। লক্ষ্য অর্জনে তাদের প্রয়োজনীয় সৈন্য ও উপকরণ রয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর গত শুক্রবার তুরস্কের ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা হয়। এতে এক হাজার করে বন্দী বিনিময়ের চুক্তি হয়।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, পরবর্তী পদক্ষেপ হবে পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে একটি বৈঠক।

রাশিয়া জানিয়েছে, তারা অনুরোধটি বিবেচনা করছে। তবে তাদের শর্ত হলো- যুদ্ধবন্দি বিনিময় সম্পন্ন করতে হবে এবং পরবর্তী দফায় আলোচনার ব্যবস্থা করার আগে উভয় পক্ষকে যুদ্ধবিরতির জন্য তাদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০