কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ২১:২৪ আপডেট: : ১৮ মে ২০২৫, ২১:৩৮
ছবি: সংগৃহীত

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : এ বছরের কান চলচ্চিত্র উৎসবে বরাবরের মতোই ঝলমলে গ্ল্যামার থাকলেও রাজনৈতিক প্রসঙ্গও ব্যাপকভাবে এসেছে।

এএফপি প্রথম সপ্তাহে আলোচনায় আসা কিছু বিষয়, চলচ্চিত্র ও ফ্যাশন মুহূর্ত তুলে ধরছে।

উৎসব শেষ হবে ২৪ মে, সেদিন সেরা চলচ্চিত্রের জন্য মর্যাদাপূর্ণ পাম দ’অর বিজয়ীর নাম ঘোষণা করা হবে।

-     রেড কার্পেটের পোশাক বিধি -

হলিউড তারকা হ্যালি বেরি উৎসবের পোশাকবিধির সবচেয়ে উচ্চপ্রোফাইল ‘ভিকটিম’। এই বিধিতে অতিরিক্ত বড় পোশাক এবং ‘পুরোপুরি নগ্নতা’র নিষেধাজ্ঞা রয়েছে।

এবার জুরির সদস্য ও ‘মনস্টার’স বল চলচ্চিত্রের এই তারকা উদ্বোধনী রাতে গৌরব গুপ্ত নামক ভারতীয় ডিজাইনারের তৈরি পোশাকটিকে ‘অতিরিক্ত দীর্ঘ’ মনে করায় শেষ মুহূর্তে তা বদলাতে বাধ্য হন।

অন্য অনেকে এই বিধি লঙ্ঘন করেছেন বলে মনে হয়েছে, যেমন জার্মান মডেল হাইডি ক্লুম কমপক্ষে ৩ মিটার (১০ ফুট) লম্বা ট্রেনসহ ফ্রিলি গোলাপি গাউন পরে উপস্থিত হন।

-     নতুন #মিটু নীতিমালা -

বছরের পর বছর ধরে চলচ্চিত্রজগতের কেলেঙ্কারি আর নীতিগত চাপের পর, উৎসব কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, একটি প্রখ্যাত ফরাসি চলচ্চিত্রের এক অভিনেতাকে ধর্ষণের অভিযোগের কারণে রেড কার্পেট থেকে নিষিদ্ধ করা হয়।

‘ডসিয়ের ১৩৭’ চলচ্চিত্রে এক পুলিশ কর্মকর্তার ভূমিকায় থাকা থেও নাভারো-মুসি প্রথম ব্যক্তি হিসেবে নতুন এই নীতিমালার আওতায় পড়লেন।

তিনি অভিযোগ অস্বীকার করেছেন, এবং প্রাথমিক পুলিশ তদন্ত গত মাসে কোনো অভিযোগ ছাড়াই বন্ধ হয়ে গেছে।

-    ক্রুজ শো -

টম ক্রুজ ‘মিশন: ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং নিয়ে ব্যাপক হাইপের মধ্যে কান-এ পা রাখেন, যদিও ছবিটি বুধবার প্রিমিয়ারে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে।

পরিচালক ক্রিস্টোফার ম্যাককুয়ারি জানিয়েছেন, নিজের স্টান্ট নিজেই করা ক্রুজ দক্ষিণ আফ্রিকার শুটিংয়ে এমন এক ঝুঁকি নিয়েছিলেন, যাতে তার মৃত্যু পর্যন্ত হতে পারত।

ক্রুজ একাই একটি স্টান্ট বাইপ্লেন চালিয়ে তার ডানায় উঠে দাঁড়ান। এতে তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েন যে অচেতন হওয়ার মতো অবস্থা তৈরি হয়।

‘তিনি বিমানের ডানায় শুয়ে ছিলেন। তার দুই হাত ডানার সামনের দিক দিয়ে ঝুলছিল। আমরা বুঝতে পারছিলাম না তিনি সচেতন আছেন কি না,’ বলেন মার্কিন পরিচালক।

-    প্রাথমিক পছন্দ -

এবার পাম দ’অর এর জন্য ২২টি চলচ্চিত্র প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে জার্মান ভাষার ‘দ্য সাউন্ড অব ফলিং’ নামের প্রজন্মান্তরের ট্রমা নিয়ে একটি ড্রামা এবং ‘সিরাত’ নামের এক্সপেরিমেন্টাল রেভ রোড-ট্রিপ থ্রিলার আলোচনায় এসেছে।

স্ক্রিন নামক চলচ্চিত্র ম্যাগাজিনের সমালোচকদের রেটিং বিশ্লেষণে এগিয়ে আছে ইউক্রেনীয় পরিচালক সের্গেই লজনিৎসা নির্মিত এক গভীর বিচার ও নিষ্ঠুরতা নিয়ে সোভিয়েত ইউনিয়নের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘টু প্রসিকিউটরস’।

৬০ বছর বয়সী পরিচালক লজনিৎসা এএফপিকে বলেন, ‘রাশিয়ার সমাজ আজকের দিনে সোভিয়েত সমাজের মতো নয়, তবে মূল সত্তা একই রকম।’

-    অভিনেতা থেকে পরিচালক -

এ বছরের উৎসবে তিনজন অভিনেতার পরিচালনায় অভিষেক নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

২৮ বছর বয়সী ‘বেবিগার্ল’ অভিনেতা হ্যারিস ডিকিনসন তার প্রথম ছবি ‘আর্চিন’ দিয়ে প্রশংসা কুড়িয়েছেন। এ ছবিতে লন্ডনের এক গৃহহীন মানুষের গল্প বলা হয়েছে।

৩৫ বছর বয়সী ‘টুইলাইট’ খ্যাত ক্রিস্টেন স্টুয়ার্ট তার পরিচালনায় নির্মিত ‘দ্য ক্রোনলজি অব ওয়াটার’ দিয়ে তার দক্ষতা দেখিয়েছেন।

ডিকিনসন বললেন, ‘আমার সঙ্গে কোমল ব্যবহার করবেন... এটা আমার প্রথম ছবি, তাই যদি পছন্দ না হয়, তাহলে আস্তে করে বলবেন।’ 
স্কারলেট জোহানসন সোমবার তার প্রথম চলচ্চিত্র ‘এলেনর দ্য গ্রেট’ উৎসবে উপস্থাপন করবেন।

-    গাজা যুদ্ধ  -

গাজায় চলমান যুদ্ধ নিয়ে উৎসবে আলোচনার অন্ত নেই। উৎসব শুরুর আগেই প্রায় ৪০০ জন প্রখ্যাত চলচ্চিত্র ব্যক্তিত্ব এক খোলা চিঠিতে ইসরাইলের বিরুদ্ধে গাজায় ‘গণহত্যা’ চালানোর অভিযোগ এনে এর প্রতিবাদ করেন এবং চলচ্চিত্র জগতের ‘নিষ্ক্রিয়তা’ নিয়েও সমালোচনা করেন।

এবারের জুরি প্রধান জুলিয়েত বিঙ্কোশ এই চিঠিতে স্বাক্ষর করেন। এর আগে অন্তত চারজন পাম দ’অর বিজয়ী পরিচালক, এবং অভিনেতা রাল্ফ ফাইনস ও রিচার্ড গির স্বাক্ষর করেন।

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ফিলিস্তিনি ফটো সাংবাদিক ফাতিমা হাসসুনাকে নিয়ে নির্মিত হৃদয়বিদারক তথ্যচিত্র বৃহস্পতিবার প্রিমিয়ারে দর্শকদের স্তব্ধ করে দেয়। নির্মাতা সেপিদেহ ফারসি নিজেও কান্নায় ভেঙে পড়েন।

-    ববের মুহূর্ত -

উদ্বোধনী রাতে বন্ধু ও সহ-অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও আজীবন সম্মাননা পুরস্কার প্রদান করল রবার্ট ডি নিরো আবেগাপ্লুত হয়ে পড়েন।

এরপর নিজেকে সামলে তিনি তার দীর্ঘদিনের শত্রু ডোনাল্ড ট্রাম্পকে তুলোধুনো করেন, তিনি তাকে ‘আমেরিকার বর্বর প্রেসিডেন্ট’ বলে উল্লেখ কনে।

-     ট্রাম্প যুগ - 

মে ৫ তারিখে ট্রাম্প ঘোষণা করেন যে তিনি বিদেশে নির্মিত চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করতে চান, এরপর থেকেই এই প্রসঙ্গ কান-এ আলোচনার কেন্দ্রবিন্দু।

অভিনেতা, পরিচালক ও প্রযোজকেরা একে ‘মন্দ ও আত্মঘাতী সিদ্ধান্ত’ বলে আখ্যা দিয়েছেন।

চিলিয়ান-আমেরিকান অভিনেতা পেদ্রো পাসকাল ডি নিরোর সঙ্গে একমত হয়ে বলেন, ‘যারা আপনাকে ভয় দেখাতে চায়, তাদেরকে পাত্তা দেবেন না, তাদের প্রতিরোধ করুন।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০