প্লাস্টিক ডাম্পিংয়ের অভিযোগে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে চীনের শুল্কারোপ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ১০:০৯

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, তাইওয়ান ও জাপান থেকে আমদানিকৃত প্লাস্টিক পণ্যে সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করেছে চীন। সোমবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। প্লাস্টিক ডাম্পিং নিয়ে তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানায় বেইজিং।

এই নতুন শুল্ক মূলত পলিফরম্যালডিহাইড কোপলিমার নামের একটি প্লাস্টিকজাত পণ্যের ওপর আরোপিত হয়েছে, যা গাড়ির যন্ত্রাংশ, চিকিৎসা যন্ত্র এবং গৃহস্থালি পণ্যে বহুল ব্যবহৃত হয়।

রবিবার বাণিজ্য মন্ত্রণালয় জানায়, নতুন এই শুল্কহার ৩.৮ শতাংশ থেকে শুরু করে সর্বোচ্চ ৭৪.৯ শতাংশ পর্যন্ত হতে পারে এবং তা সোমবার থেকেই কার্যকর হবে।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও চীন সাম্প্রতিক এক সমঝোতায় একে অপরের পণ্যে আরোপিত ব্যাপক শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছে।

এটি বাণিজ্যযুদ্ধের উত্তেজনা কিছুটা প্রশমিত করার অস্থায়ী উদ্যোগ, যা বিশ্ববাজার ও আন্তর্জাতিক সরবরাহব্যবস্থায় এতদিন ব্যাপক প্রভাব ফেলেছিল। 

যেসব দেশের সঙ্গে বাণিজ্যিক বিরোধ রয়েছে, সেসব দেশের বিরুদ্ধে প্রায়ই অ্যান্টি-ডাম্পিং তদন্ত করে চীন। 

এর আগে এপ্রিল মাসে, ইউরোপীয় ইউনিয়নের ব্র্যান্ডি আমদানির বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং পদক্ষেপ নেয় দেশটি। ফলে ফ্রান্সের রপ্তানিনির্ভর কনিয়াক শিল্পে বড় ধরনের প্রভাব পড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এনআইডি ডাটা সেন্টার সম্পূর্ণ নিরাপদ : ডিজি
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২১৩৭ মামলা
স্বাস্থ্য সচিবের রুটিন দায়িত্বে খোরশেদ আলম
নর্দান বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
নৌপরিবহন উপদেষ্টার সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পশুরহাটে শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
টোকিওতে ফুলের শৈল্পিক প্রদর্শনী বাংলাদেশ ইকেবানা অ্যাসোসিয়েশনের
ইন্দোনেশিয়ায় ‘মাউন্ট লেওটোবি লাকি-লাকি’-আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত, এক কিলোমিটার উঁচু ছাইয়ের মেঘ
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত 
আরএমপি ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে শীতলীকরণ উপকরণ বিতরণ
১০