গোটা গাজা দখলের ঘোষণা নেতানিয়াহুর, সীমিত সহায়তা প্রবেশে তীব্র ক্ষোভ আন্তর্জাতিক মহলের

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৩৯

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : ইসরাইল সোমবার ঘোষণা দিয়েছে, তারা গাজার পুরো ভূখণ্ডের নিয়ন্ত্রণ নেবে। এদিন অঞ্চলজুড়ে হামলা আরও তীব্র করে তোলা হয়। একইসঙ্গে গত দুই মাসেরও বেশি সময় পর প্রথমবারের মতো সীমিত পরিমাণে মানবিক সহায়তা প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে জাতিসংঘ জানিয়েছে, এই সহায়তা প্রয়োজনের তুলনায় ‘সাগরে একফোঁটা জল’ মাত্র।

গাজা সিটি থেকে এএফপি জানায়, গত ২ মার্চ থেকে ইসরাইলি অবরোধে গাজায় কোনো রকম ত্রাণ প্রবেশ করতে পারছিল না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করেছে, গাজার ২০ লাখ মানুষের এখন অনাহারের মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। সংস্থাটির মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়েসুস বলেন, 'টনের পর টন খাদ্যসামগ্রী গাজা থেকে মাত্র কয়েক মিনিট দূরে সীমান্তে আটকে আছে।'

সোমবার ইসরাইল ঘোষণা দেয়, তারা সীমিত সহায়তা প্রবেশের অনুমতি দিয়েছে এবং পাঁচটি ট্রাক ‘শিশু খাদ্যসহ কিছু ত্রাণসামগ্রী’ নিয়ে গাজায় প্রবেশ করেছে। তবে জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার জানান, নয়টি ট্রাককে প্রবেশের ছাড়পত্র দেওয়া হলেও 'এটি বিপর্যস্ত বাস্তবতার তুলনায় কিছুই না।' 

জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক বলেন, গাজার ভেতরে কোনো ত্রাণ এখনও বিতরণ করা যায়নি। কারণ, সময়টা ছিল রাত এবং নিরাপত্তা পরিস্থিতির কারণে সে সময় অভিযান চালানো সম্ভব হয়নি।

গাজার ভেতরে সংকট এমনই চরমে উঠেছে যে, আন্তর্জাতিক মহল সরাসরি ইসরাইলকেই দায়ী করছে। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডার নেতারা এক যৌথ বিবৃতিতে ইসরাইলের যুদ্ধ পরিচালনার সমালোচনা করে বলেন, গাজায় ইসরাইলের ‘চরম কর্মকাণ্ড’ এবং ‘একেবারে অপ্রতুল’ সহায়তা সরবরাহ মেনে নেওয়া যায় না। তারা হুঁশিয়ার করে বলেন, ইসরাইল তার বর্তমান কৌশল পরিবর্তন না করলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়া হবে।

নেতানিয়াহু তাদের এই বিবৃতিকে ‘হামাসের জন্য বড় প্রাপ্তি’ বলে আখ্যায়িত করেছেন। তবু তিনি জানিয়েছেন, ইসরাইল যুদ্ধ থেকে পিছু হটবে না। এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'লড়াই চলছে, আমরা অগ্রসর হচ্ছি। গাজার প্রতিটি ইঞ্চি আমরা দখলে নেব। সফল হতে হলে আমাদের এমনভাবে লড়তে হবে, যাতে কেউ আমাদের থামাতে না পারে।'

এদিন গাজার খান ইউনিস শহরের আশপাশের এলাকাগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে যেতে নির্দেশ দেয় ইসরাইলি সেনাবাহিনী। একে তারা ‘অভূতপূর্ব হামলার প্রস্তুতি’ বলেছে। গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায়, সোমবার সারাদিনে গাজার বিভিন্ন জায়গায় ইসরাইলি হামলায় অন্তত ৯১ জন নিহত হয়েছেন। ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, তারা গত ২৪ ঘণ্টায় গাজায় ১৬০টি ‘সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে’ হামলা চালিয়েছে।

জাতিসংঘের মানবাধিকার দপ্তর (ওএইচসিএইচআর) ইসরাইলের কর্মকাণ্ডকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ এবং ‘জাতিগত নির্মূলের শামিল’ হিসেবে বর্ণনা করেছে।

এর আগেও ইসরাইল বলেছে, গাজা অবরোধের উদ্দেশ্য ছিল হামাসকে চাপে ফেলা। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার জেরে এই যুদ্ধ শুরু হয়। তবে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার মতে, গাজায় এখন খাবার, বিশুদ্ধ পানি, জ্বালানি ও ওষুধের চরম সংকট চলছে।

অন্যদিকে ইসরাইলের মন্ত্রীদের ভেতরেই ত্রাণ ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির বলেছেন, 'আমাদের জিম্মিদের তো কোনো সহায়তা দেওয়া হয় না। তাহলে কেন আমরা শত্রুদের খাবার দেব?" তবে আরেক মন্ত্রী, অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ বলেছেন, সীমিত সহায়তা দিয়ে 'সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখতে হবে, যাতে আমাদের মিত্ররা কূটনৈতিকভাবে আমাদের পাশে থাকে।'

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, 'অনেক মানুষ না খেয়ে আছে।' যদিও তিনি এখনো নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত।

এদিকে ফ্রান্স, ব্রিটেন, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়াসহ ২২টি দেশ যৌথ বিবৃতিতে বলেছে, 'গাজার জনগণ অনাহারের মুখে। তাদের দ্রুত মানবিক সহায়তা দিতে হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেখ হাসিনার বক্তব্য প্রচারে সরকারের কঠোর সতর্কবার্তা, তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে 
দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি এজেডএম জাহিদ হোসেনের
ফুলবাড়ীতে ধরলার ভাঙন রোধে টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
মানিলন্ডারিং : বিএনপির প্রয়াত নেতা সাকা চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ পায়নি সিআইডি
খুলনায় নতুন কেন্দ্রীয় কারাগারের নির্মাণ কাজ শেষের পথে
চাঁপাইনবাবগঞ্জে বানভাসি ১২'শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
রাঙ্গামাটির কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধে নতুন পর্যটন স্পট
বিদেশি ট্রাক চালকদের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
নতুনভাবে রাজনীতি ও সমাজ গড়বেন তারেক রহমান : এ্যানি
দেশের নদীবন্দরসমূহের জন্য ১ নম্বর সতর্ক সংকেত
১০