নতুনভাবে রাজনীতি ও সমাজ গড়বেন তারেক রহমান : এ্যানি

বাসস
প্রকাশ: ২২ আগস্ট ২০২৫, ১৫:৫০
ছবি: বাসস

লক্ষ্মীপুর, ২২ আগস্ট, ২০২৫ (বাসস) : বিএনপি'র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, আগের কোনো রাজনীতি চলবে না, ১৭ বছরের ট্রেন্ডও চলবে না। তারেক রহমান নতুনভাবে রাজনীতি ও সমাজ ব্যবস্থা উপহার দেবেন।

তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়তে হবে। এটা বিএনপি নেতাকর্মীদের জন্য চ্যালেঞ্জ, একইসঙ্গে অঙ্গীকার ও প্রত্যয়। রাজনীতি করতে হবে সেবার জন্য, সম্মানের জন্য-ইনকামের জন্য নয়। 

আজ শুক্রবার দুপুরে রামগতি উপজেলার আলেকজান্ডার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনকালে তিনি এ সব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে এ্যানি বলেন, ‘কেউ নেতা হয়ে মোড়লগিরি করবে-এ ভাবনা থেকে সরে আসতে হবে। 

কারণ আমরা তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার প্রত্যয় নিয়ে এগোচ্ছি।’

তিনি বলেন, ‘আমাদের চিরদিন মনে রাখতে হবে ফ্যাসিস্ট হাসিনার কথা, ভোলা যাবে না। ৫ তারিখের পরে তারেক রহমান জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার আপোষহীন স্টাইল বাস্তবায়নের যে উদ্যোগ নিয়েছেন, সেটি সফল করতে হবে।’

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান। বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান।

এ ছাড়া উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান হাছিব, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. জামাল উদ্দিন ও পৌর বিএনপির আহ্বায়ক শাহেদ আলী পটু। 

এর আগে জাতীয় ও দলীয় সংগীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘ ২২ বছর পর উপজেলা ও পৌর বিএনপি'র প্রকাশ্যে সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০০৩ সালে সম্মেলন হলেও ২০২২ সালের ৩০ অক্টোবর এ দুটি ইউনিটের কমিটি গঠন করা হয়েছিল বলে দলীয় সূত্রে জানা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে গ্রেফতার
১০