‘স্বেচ্ছায় নির্বাসিত’ অভিবাসীদের প্রথম দলটি যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে 

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১০:৫৬

ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : মার্কিন সরকারের কাছ থেকে ১ হাজার ডলার গ্রহণ করে এবং ‘স্বেচ্ছায় নির্বাসনে’ সম্মত হওয়া অবৈধ অভিবাসীদের প্রথম দলটিকে সোমবার মার্কিন যুক্তরাষ্ট্র থেকে হন্ডুরাস এবং কলম্বিয়ায় পাঠানো হয়েছে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ একথা (ডিএইচএস) জানিয়েছে। 

ওয়াশিংটন থেকে এএফপি এই খবর জানায়।

ডিএইচএস এক বিবৃতিতে জানিয়েছে, টেক্সাসের হিউস্টন থেকে বহনকারী ‘স্বেচ্ছাসেবী চার্টার ফ্লাইটে’ মোট ৬৪ জন অভিবাসী ছিলেন। ‘তারা ভ্রমণ সহায়তা হিসাবে ১ হাজর ডলার উপবৃত্তি পেয়েছেন এবং একদিন বৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে ফিরে আসার সম্ভাবনা সংরক্ষণ করেছে।’ 

বিবৃতিতে  বলা হয়েছে, অভিবাসীদের মধ্যে ৩৮ জনকে হন্ডুরাসে পাঠানো হয়েছে। অবশিষ্ট ২৬ জন কলম্বিয়া গেছেন। ডিএইচএস সচিব ক্রিস্টি নোয়েম মার্কিন যুক্তরাষ্ট্রে অন্যান্য অননুমোদিত অভিবাসীদের ‘প্রজেক্ট হোমকামিং’ নামক বিভাগটির সুবিধা গ্রহণের আহ্বান জানিয়েছেন।  

নোয়েম বলেছেন, ‘আপনার ফেরত যাওয়ার প্রস্তুতি নিন এবং দেশে ফিরে যাওয়ার জন্য আর্থিক সহায়তা পান।’ তিনি বলেছেন, ‘আপনি যদি তা না করেন, তাহলে আপনাকে জরিমানা, গ্রেপ্তার, নির্বাসনের সম্মুখীন হতে হবে এবং কখনো ফিরে আসতে দেওয়া হবে না। ‘আপনি যদি এই দেশে অবৈধভাবে থাকেন, তাহলে এখনই স্বেচ্ছায়-নির্বাসন করুন এবং সম্ভাব্যভাবে আইনি, সঠিক পথে ফিরে আসার সুযোগ সংরক্ষণ করুন।’ 

ডোনাল্ড ট্রাম্প লক্ষ লক্ষ অননুমোদিত অভিবাসীকে বহিষ্কার করার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণা চালিয়েছিলেন এবং জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে তিনি নির্বাসন দ্রুত করার লক্ষ্যে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছেন। 

উদাহরণস্বরূপ, ট্রাম্প অভিযুক্ত ভেনেজুয়েলার গ্যাং সদস্যদের সংক্ষিপ্তভাবে বহিষ্কার করার জন্য একটি অস্পষ্ট যুদ্ধকালীন আইন প্রয়োগ করেছেন, মেক্সিকান সীমান্তে সেনা পাঠিয়েছেন এবং অবৈধ সীমান্ত ক্রসিং বন্ধ করার জন্য যথেষ্ট কাজ না করার অভিযোগে মেক্সিকো এবং কানাডার ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছেন। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইউক্রেনের সাথে জি-৭ অর্থ নেতাদের বৈঠক
সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেল গ্রেফতার
তারেক রহমানের ছবি দাবি করে প্রচার হচ্ছে চীনের ভিন্ন ঘটনার ছবি : রিউমার স্ক্যানার
নরসিংদী ও খুলনার তিনটি স্কুল সরকারিকরণের প্রজ্ঞাপন জারি
মিশরকে আরো ৪ বিলিয়ন ইউরো ঋণ দেবে ইইউ
দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা
স্মরণকালের ভয়াবহ খরার কবলে যুক্তরাজ্য, বৃষ্টির জন্য প্রার্থনা 
হাইকোর্টের ফৌজদারী বিবিধ শাখাকে চারটি ও প্রথম আপীল তিনটি শাখাকে একটি শাখায় রূপান্তর
ডব্লিউএইচও মহামারি চুক্তি গৃহীত হওয়ার পথে
দুটি গুরুত্বপূর্ণ সুদের হার ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে এনেছে চীন 
১০