ট্রাম্পের জুলাই মাসের শুল্কের সময় সীমার মধ্যে অনেক দেশের চুক্তির চেষ্টা

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১২:৩৫

ঢাকা,২ জুলাই, ২০২৫ (বাসস):  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাপানসহ বহু দেশের ওপর নতুন করে উচ্চ শুল্ক আরোপ করার এক সপ্তাহ আগে, অনেক দেশ এখনো দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করছে, যাতে তারা সবচেয়ে খারাপ পরিস্থিতি থেকে রক্ষা পেতে পারে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ৯ জুলাই থেকে কার্যকর হওয়া এই শুল্কগুলো এপ্রিল মাসে ট্রাম্প ঘোষিত একটি প্যাকেজের অংশ। যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্কে "পারস্পরিকতার অভাব" থাকার কথা উল্লেখ করেছেন। তিনি অধিকাংশ বাণিজ্যিক অংশীদারের ওপর ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করেন এবং যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে তাদের জন্য পরবর্তীতে আরও বেশি হারে কাস্টমাইজড শুল্ক কার্যকর করার সিদ্ধান্ত নেন। তবে, আলোচনার সুযোগ দিতে এই শুল্কগুলো জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, দেশগুলো তিনটি সম্ভাব্য ফলাফলের যেকোনো একটির মুখোমুখি হতে পারে-

 ১. তারা একটি চুক্তির প্রাথমিক কাঠামোতে পৌঁছাতে পারে, ২. উচ্চ শুল্ক আরোপে আরও সময়ের জন্য ছাড় পেতে পারে, অথবা ৩. শুল্কের হার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেতে পারে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট গত শুক্রবার সিএনবিসিতে বলেন, ৯ জুলাইয়ের আগে কিছু দেশের সঙ্গে আমরা চুক্তিতে পৌঁছাবো। তিনি বলেন, প্রায় ১৮টি গুরুত্বপূর্ণ অংশীদারের সঙ্গে যুক্তরাষ্ট্র আলোচনা চালিয়ে যাচ্ছে। যদিও দেশগুলোর নাম তিনি বলেননি।

এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউটের  (এএসপিআই) ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, ভিয়েতনাম, ভারত এবং তাইওয়ান এখনো চুক্তির জন্য সম্ভাবনাময় প্রার্থী। চুক্তি না হলে, এই দেশগুলোর শুল্ক বেড়ে যেতে পারে। ভিয়েতনামের ১০ শতাংশ  থেকে ৪৬শতাংশ,ভারতের ২৬ শতাংশ  এবং তাইওয়ানের ৩২ শতাংশ  পর্যন্ত।

আটলান্টিক কাউন্সিলের আন্তর্জাতিক অর্থনীতির চেয়ার জোশ লিপস্কি বলেন, ভারতীয় প্রতিনিধি দলের সাম্প্রতিক মার্কিন সফর দীর্ঘায়িত হওয়া একটি ইতিবাচক ইঙ্গিত হতে পারে।

তিনি বলেন, ‘জাপানও এই তালিকায় ছিল, কিন্তু ট্রাম্প সম্প্রতি জাপানের বিরুদ্ধে মার্কিন চাল রপ্তানিতে অনীহার অভিযোগ তোলায় পরিস্থিতি কিছুটা পিছিয়ে গেছে।

তবে বিশ্লেষকদের মতে, এগুলো পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি নয় বরং সীমিত ও নির্দিষ্ট কিছু বিষয়ে সমঝোতা হতে পারে।

এপ্রিলের পর এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র শুধু ব্রিটেনের সঙ্গে একটি চুক্তি এবং চীনের সঙ্গে সাময়িকভাবে শুল্ক কমানোর একটি চুক্তি ঘোষণা করেছে।

মার্কিন অর্থমন্ত্রী বেসেন্ট আরও বলেন, যেসব দেশ সৎভাবে আলোচনা করছে, তারা আপাতত ১০ শতাংশ বেসলাইন শুল্কে থাকতে পারবে।
তবে, শুল্ক বৃদ্ধির ওপর ছাড় কতদিন থাকবে তা ট্রাম্পের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

এএসপিআই এর  ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, দক্ষিণ কোরিয়ায় নতুন সরকার গঠনের কারণে তারা বর্ধিত ছাড় পাওয়ার সম্ভাবনায় ভালো অবস্থানে রয়েছে।

আটলান্টিক কাউন্সিলের আন্তর্জাতিক অর্থনীতির চেয়ার জোশ লিপস্কি মনে করেন, অনেক দেশই এই তালিকায় থাকবে এবং ১ সেপ্টেম্বরের শ্রম দিবস পর্যন্ত শুল্ক বৃদ্ধির ছাড় পেতে পারে।

মার্কন অর্থমন্ত্রী বেসেন্ট ইতোপূর্বে বলেছিলেন, যুক্তরাষ্ট্র শ্রম দিবসের মধ্যেই তার বাণিজ্য এজেন্ডা সম্পন্ন করতে চায়। যার মানে হচ্ছে জুলাইয়ের পরে আরও আলোচনা চলবে।

বেসেন্ট সতর্ক করেছেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রের চোখে ‘অনিচ্ছুক’ বা ‘অসহযোগী’ তাদের ওপর পূর্বঘোষিত উচ্চ হারে শুল্ক আবারও কার্যকর হতে পারে। এই হার হতে পারে ১১ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত।

এএসপিআই এর  ভাইস প্রেসিডেন্ট ওয়েন্ডি কাটলার বলেন, ‘জাপান যদি চালের বাজার না খোলে এবং যুক্তরাষ্ট্র গাড়ির ওপর শুল্ক কমাতে না চায়, তাহলে জাপানের ২৪ শতাংশ পারস্পরিক শুল্ক আবার চালু হতে পারে।’

ট্রাম্প নিজেও মঙ্গলবার বলেন, ‘জাপানের সঙ্গে চুক্তি সম্ভব নয় এবং তারা ৩০ শতাংশ, ৩৫ শতাংশ বা আমরা যা ঠিক করি সেই হারে শুল্ক দেবে।

আটলান্টিক কাউন্সিলের আন্তর্জাতিক অর্থনীতির চেয়ার জোশ লিপস্কি বলেন, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ওপরও উচ্চ শুল্ক পুনর্বহালের ঝুঁকি রয়েছে। এপ্রিলের ঘোষিত ২০ শতাংশ, বা সম্প্রতি ট্রাম্পের হুমকির ৫০ শতাংশ পর্যন্ত।

ডিজিটাল নিয়ন্ত্রণ নিয়ে ইউরোপের অবস্থান যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন উত্তেজনার কারণ হতে পারে।

ট্রাম্প সম্প্রতি বলেছেন, তিনি কানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা বন্ধ করবেন, যদিও এটি ৯ জুলাইয়ের সময়সীমার আওতায় পড়ে না।

এই সিদ্ধান্ত কানাডার ডিজিটাল পরিষেবা কর আরোপের প্রতিক্রিয়া হিসেবে নেওয়া হয়েছে যদিও অটোয়া বলেছে তারা এই কর প্রত্যাহার করবে।

এদিকে এই সপ্তাহে একটি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ ওয়াশিংটনে অবস্থান করছেন। ইইউ কমিশন ইতিমধ্যেই প্রাথমিক প্রস্তাব খসড়া হাতে পেয়েছেন। যা নিয়ে কর্মকর্তারা কাজ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
‘এটা কোনো জীবন নয়’: গাজা সিটিতে স্কুল-আশ্রয়ে ইসরাইলি হামলা
১০