চাকরি হারাতে পারেন মাইক্রোসফটের ৯ হাজারের বেশি কর্মী

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২২:০১

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : বিশ্বজুড়ে কর্মী ছাঁটাইয়ের অংশ হিসেবে মাইক্রোসফট বুধবার জানিয়েছে, তারা তাদের মোট কর্মীবলের প্রায় চার শতাংশ হ্রাস করছে। এই পদক্ষেপের মাধ্যমে প্রতিষ্ঠানটি মধ্যপর্যায়ের ব্যবস্থাপনা স্তর কমিয়ে আনতে এবং নতুন প্রযুক্তির সুযোগ কাজে লাগাতে চাচ্ছে।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকো থেকে এএফপি জানায়, এক বিবৃতিতে মাইক্রোসফটের একজন মুখপাত্র বলেন, ‘বাজারের পরিবর্তনশীল পরিস্থিতিতে সাফল্যের জন্য কোম্পানি ও বিভিন্ন টিমকে সর্বোচ্চ প্রস্তুত রাখতে আমরা প্রয়োজনীয় সাংগঠনিক পরিবর্তন চালিয়ে যাচ্ছি।’

২০২৪ সালের জুন মাস পর্যন্ত মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীসংখ্যা ছিল ২ লাখ ২৮ হাজার। সে হিসেবে প্রায় ৯ হাজার কর্মী এই ছাঁটাইয়ের শিকার হতে পারেন।

এর আগে চলতি বছরের মে মাসেও প্রতিষ্ঠানটি প্রায় ৬ হাজার কর্মী ছাঁটাই করেছিল।

এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তিকে সব পণ্যে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে মাইক্রোসফট বলেছে, তারা চায় কর্মীরা যেন প্রযুক্তির সহায়তায় আরও অর্থবহ কাজে সময় ব্যয় করতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সবচেয়ে ভালো সময়েও আমরা আমাদের ব্যবসার কৌশলগত প্রয়োজন অনুযায়ী কর্মীবিন্যাসে পরিবর্তন এনেছি।’

এ বছর মাইক্রোসফট তাদের প্রতিষ্ঠার ৫০ বছর উদ্‌যাপন করছে। ২০২২ সালে চ্যাটজিপিটির আত্মপ্রকাশের পর যখন প্রযুক্তি শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ঝড় ওঠে, তখন মাইক্রোসফটই প্রথম বড় প্রযুক্তি কোম্পানাগুলোর মধ্যে এআই-এ সর্বোচ্চ বিনিয়োগ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০