দুই বছর পর স্কুলে ফিরতে শুরু করেছে গাজার শিশুরা 

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১০:৪১ আপডেট: : ০২ নভেম্বর ২০২৫, ১১:০৭

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : যুদ্ধবিরতি শুরুর পর গাজায় কিছু স্কুল পুনরায় খুলে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ)। ধীরে ধীরে শ্রেণিকক্ষে ফিরছে শিশুরা।

নুসেইরাত থেকে এএফপি এ খবর জানায়।

ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি মঙ্গলবার ‘এক্স’-এ জানান, ইতোমধ্যে ২৫ হাজারের বেশি শিক্ষার্থী ‘সংস্থার অস্থায়ী শিক্ষাকেন্দ্রে’ যোগ দিয়েছে। আরও ৩ লাখ শিক্ষার্থী অনলাইনে ক্লাস করবে।

গাজার মধ্যাঞ্চলের নুসেইরাত এলাকার পশ্চিমে আল হাসাইনা স্কুলে শনিবার ক্লাস শুরু হয়। তবে পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় পাঠদানে কিছুটা সীমাবদ্ধতা রয়েছে।

১১ বছরের ছাত্রী ওয়ারদা রাদওয়ান বলেছে, ‘আমি এখন ষষ্ঠ শ্রেণিতে। কিন্তু যুদ্ধ আর বাস্তুচ্যুতির কারণে দুই বছর স্কুলে যেতে পারিনি।’

ইসরাইল ও হামাসের মধ্যে দুই বছর ধরে যুদ্ধ চলাকালে আল হাসাইনা স্কুলসহ ইউএনআরডব্লিউএ’র বহু প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছিল। এখনো স্কুল ভবনের তিনতলায় ঝুলছে গৃহহীনদের কাপড়চোপড়।

রাদওয়ান জানায়, ‘স্কুলটি ধীরে ধীরে খালি হচ্ছে। পরিবারগুলো চলে গেলে আমরা আগের মতো পড়াশোনা শুরু করতে পারব’

শনিবার সকালে স্কুল প্রাঙ্গণে ছাত্রীদের সমবেত হয়ে শরীরচর্চা করতে দেখা যায়। শিক্ষকরা তদারকি করছেন, আর শিশুরা একসঙ্গে স্লোগান দিচ্ছে ‘ফিলিস্তিন দীর্ঘজীবী হোক’ (লং লিভ প্যালেস্টাইন)।

ক্লাস শুরু হলে প্রায় ৫০ জন ছাত্রীকে একটি ক্লাসরুমে গাদাগাদি করে মেঝেতে বসতে দেখা যায়। কারও জন্য নেই টেবিল বা চেয়ার।

দুই বছর পর স্কুলে ফিরতে পেরে তারা ছিল উচ্ছ্বসিত। শিক্ষকের প্রশ্নে তারা উৎসাহের সঙ্গে সাড়া দিচ্ছিল এবং ব্ল্যাকবোর্ড থেকে মন দিয়ে পাঠ্য বিষয়গুলো খাতায় তুলছিল।

পাশের আরেকটি ক্লাসরুমেও একই সংখ্যক কিশোরী শিক্ষার্থীকে দেখা যায়। তাদের অবস্থাও একই, সবাই মেঝেতে বসে হাঁটুর ওপর খাতা রেখে পড়ছে।

এক শিক্ষার্থীর আত্মীয় জেনিন আবু জারাদ বলেন, ‘৭ অক্টোবরের পর থেকে আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারেনি। এই সময়টায় তারা শুধু পানি আনত, খাবার জোগাড় করত, আর রাস্তায় খেলত। তবে গত সপ্তাহ-দশ দিন আগে থেকে স্কুলগুলো ধীরে ধীরে খুলতে শুরু করেছে, এটাই স্বস্তির।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নীলফামারীতে তিন দিনের বৃষ্টিতে শীতের আগমনি
গজনবী স্টেডিয়ামের আধুনিকায়নে উচ্ছসিত ভোলার ক্রীড়াপ্রেমীরা
দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে : মির্জা ফখরুল
টি২০ থেকে অবসর নিলেন কেন উইলিয়ামসন
চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনস্থাপন করতে চায় যুক্তরাষ্ট্র
সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দেশে খেজুর গুড়ের সংকট নিরসনে গবেষকদের তিন সুপারিশ
সাতক্ষীরায় পচা মাংস বিক্রির দায়ে কারাদণ্ড ও জরিমানা 
নেপালের হিমলুং হিমাল শৃঙ্গে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত
১০