ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৩৮ আপডেট: : ০২ নভেম্বর ২০২৫, ১২:৪৭

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত ও বন্যায় চলতি সপ্তাহে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বন্যার পানির স্রোতের তোড়ে ভেসে যাওয়া আরও পাঁচ জন এখনও নিখোঁজ রয়েছে। 

গত সপ্তাহান্ত থেকে ভিয়েতনামের উপকূলীয় প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাত হয়েছে। গত রোববার ও সোমবার ২৪ ঘন্টা ধরে রেকর্ড ১.৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

ভিয়েতনাম দুর্যোগ ও জলাশয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ভিডিডিএমএ) এক প্রতিবেদনে জানিয়েছে, হিউ, দা নাং, লাম ডং ও কোয়াং ত্রি-প্রদেশে বন্যায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। 

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হোই আনের প্রাচীন শহরটি কোমর পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে। 

স্থানীয় একটি প্রধান নদী তীরবর্তী অঞ্চলগুলোকে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় প্লাবিত করেছে। পাশাপাশি, রোববার বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে, স্থানীয় বাসিন্দারা কাঠের নৌকায় করে শহরে চলাচল করছেন। 

ভিডিডিএমএ জানিয়েছে, ১৬ হাজার ৫০০ টিরও বেশি ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে, ৪০ হাজারের বেশি হাঁস-মুরগি ও গবাদি পশু বন্যার পানির স্রোতের তোড়ে ভেসে গেছে এবং ৫ হাজার ৩০০ হেক্টরেরও বেশি (১৩,০০০ একর) ফসলি জমি পানিতে ডুবে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
সব শিশুর জন্য নিরাপদ ও সমান সুযোগের ওপর গুরুত্বারোপ নরওয়ের
১০