ভিয়েতনামে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৩৮ আপডেট: : ০২ নভেম্বর ২০২৫, ১২:৪৭

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ভিয়েতনামের মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ ভারী বৃষ্টিপাত ও বন্যায় চলতি সপ্তাহে ৩৫ জনের মৃত্যু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তারা জানিয়েছেন, রোববার বন্যার পানির স্রোতের তোড়ে ভেসে যাওয়া আরও পাঁচ জন এখনও নিখোঁজ রয়েছে। 

গত সপ্তাহান্ত থেকে ভিয়েতনামের উপকূলীয় প্রদেশগুলোতে ভারী বৃষ্টিপাত হয়েছে। গত রোববার ও সোমবার ২৪ ঘন্টা ধরে রেকর্ড ১.৭ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। 

খবর বার্তা সংস্থা এএফপি’র। 

ভিয়েতনাম দুর্যোগ ও জলাশয় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (ভিডিডিএমএ) এক প্রতিবেদনে জানিয়েছে, হিউ, দা নাং, লাম ডং ও কোয়াং ত্রি-প্রদেশে বন্যায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। 

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হোই আনের প্রাচীন শহরটি কোমর পর্যন্ত পানিতে প্লাবিত হয়েছে। 

স্থানীয় একটি প্রধান নদী তীরবর্তী অঞ্চলগুলোকে ৬০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় প্লাবিত করেছে। পাশাপাশি, রোববার বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে, স্থানীয় বাসিন্দারা কাঠের নৌকায় করে শহরে চলাচল করছেন। 

ভিডিডিএমএ জানিয়েছে, ১৬ হাজার ৫০০ টিরও বেশি ঘরবাড়ি বন্যায় ডুবে গেছে, ৪০ হাজারের বেশি হাঁস-মুরগি ও গবাদি পশু বন্যার পানির স্রোতের তোড়ে ভেসে গেছে এবং ৫ হাজার ৩০০ হেক্টরেরও বেশি (১৩,০০০ একর) ফসলি জমি পানিতে ডুবে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ক্যান্সার নিয়ে সর্বজনীন সচেতনতা বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার
চিড়িয়াখানাকে শুধু রাজস্ব বা বিনোদনের মানদণ্ডে বিবেচনা করা উচিত নয় : ফরিদা আখতার
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ  
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি২০ দল ঘোষনা করেছে নিউজিল্যান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচক সামান্য নিম্নমুখী, বেড়েছে লেনদেন
দুর্ঘটনা ও যানজট নিরসনে কেএমপি’র সচেতনতামূলক র‌্যালি
হাসিনাসহ রেহানা পরিবারের তিন মামলায় আরও ১১ জনের সাক্ষ্য
জয়পুরহাটে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে বিএনপি নেতা চন্দন
সিরাজগঞ্জে ৮৩১০ জন কৃষককে বিনামুল্যে বীজ ও সার বিতরণ
প্রথমবারের মতো স্নাতকোত্তর থিসিসে গবেষণা অনুদান দিলো জবি
১০