মেক্সিকোতে সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জনের প্রাণহানি, আহত ১১ 

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১১:৫৩

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : উত্তর মেক্সিকোতে শনিবার একটি সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ওয়াল্ডোর দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তিনি বলেন, সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে যেসব হতাহতের খবর আমরা পেয়েছি তাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক। 

ডুরাজো বলেন, আহত ব্যক্তিদের হারমোসিলো শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, ‘বিস্ফোরণের কারণ নির্ধারণ এবং দায়ীদের খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’

স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনও আক্রমণ বা হিংসাত্মক ঘটনার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে।

মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, এক্স-এ এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
সব শিশুর জন্য নিরাপদ ও সমান সুযোগের ওপর গুরুত্বারোপ নরওয়ের
১০