
ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : উত্তর মেক্সিকোতে শনিবার একটি সুপারমার্কেটে বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ওয়াল্ডোর দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সোনোরা রাজ্যের গভর্নর আলফোনসো ডুরাজো এক ভিডিও বার্তায় বলেন, বিস্ফোরণে কমপক্ষে ২৩ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। তিনি বলেন, সুপারমার্কেটে ভয়াবহ বিস্ফোরণে যেসব হতাহতের খবর আমরা পেয়েছি তাদের বেশিরভাগই অপ্রাপ্তবয়স্ক।
ডুরাজো বলেন, আহত ব্যক্তিদের হারমোসিলো শহরের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি বলেন, ‘বিস্ফোরণের কারণ নির্ধারণ এবং দায়ীদের খুঁজে বের করার জন্য তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।’
স্থানীয় জননিরাপত্তা কর্তৃপক্ষ জানিয়েছে, বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে কোনও আক্রমণ বা হিংসাত্মক ঘটনার সম্ভাবনা নেই বলে নিশ্চিত করেছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম, এক্স-এ এক বার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।