ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমান হামলায় নিহত ৩

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:৫০

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্যারিবীয় অঞ্চলে একটি জাহাজে মার্কিন বিমান হামলায় তিনজন নিহত হয়েছে। মাদক পাচারের অভিযোগে ওই হামলা চালানো হয়। পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেছেন, এটি আন্তর্জাতিক জলসীমায় সর্বশেষ হামলা।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় জলসীমায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে এবং পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান পাঠিয়েছে, যা একটি বিশাল সামরিক বাহিনীর অংশ। ওয়াশিংটন জোর দিয়ে বলেছে যে মাদক পাচার রোধ করার লক্ষ্যে এ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে নৌকাগুলোয় ১৫টিরও বেশি মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। বিমান হামলার বিষয়টি এই অঞ্চলের সরকারগুলোর সমালোচনার মুখে পড়েছে।

হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্যারিবিয়ানে আরেকটি মাদক পাচারের অভিযোগে সর্বশেষ হামলা আঘাত হেনেছে।’

তিনি বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে জাহাজটি অন্যগুলোর মতোই অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই হামলার সময় জাহাজটিতে তিনজন মাদক-সন্ত্রাসী ছিল। তিনজন সন্ত্রাসীই নিহত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের গোড়ার দিকে শুরু হওয়া এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান। এমনকি যদি তারা পরিচিত পাচারকারীদের লক্ষ্য করেও এসব হামলা চালিয়ে থাকে সেক্ষেত্রেও।

ওয়াশিংটন এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি যে তার লক্ষ্যবস্তু মাদক পাচারকারী ছিল বা তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।

হেগসেথ বলেন, ওয়াশিংটন অভিযুক্ত মাদক পাচারকারীদের ‘অনুসন্ধান ও হত্যা’ চালিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
১০