ক্যারিবীয় অঞ্চলে মার্কিন বিমান হামলায় নিহত ৩

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১২:৫০

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : ক্যারিবীয় অঞ্চলে একটি জাহাজে মার্কিন বিমান হামলায় তিনজন নিহত হয়েছে। মাদক পাচারের অভিযোগে ওই হামলা চালানো হয়। পেন্টাগন প্রধান পিট হেগসেথ বলেছেন, এটি আন্তর্জাতিক জলসীমায় সর্বশেষ হামলা।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্র ক্যারিবীয় জলসীমায় নৌবাহিনীর জাহাজ মোতায়েন করেছে এবং পুয়ের্তো রিকোতে এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান পাঠিয়েছে, যা একটি বিশাল সামরিক বাহিনীর অংশ। ওয়াশিংটন জোর দিয়ে বলেছে যে মাদক পাচার রোধ করার লক্ষ্যে এ যুদ্ধবিমান পাঠানো হয়েছে।

ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের অভিযোগে নৌকাগুলোয় ১৫টিরও বেশি মার্কিন বিমান হামলায় কমপক্ষে ৬৫ জন নিহত হয়েছে। বিমান হামলার বিষয়টি এই অঞ্চলের সরকারগুলোর সমালোচনার মুখে পড়েছে।

হেগসেথ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘ক্যারিবিয়ানে আরেকটি মাদক পাচারের অভিযোগে সর্বশেষ হামলা আঘাত হেনেছে।’

তিনি বলেন, আমাদের গোয়েন্দা তথ্য অনুসারে জাহাজটি অন্যগুলোর মতোই অবৈধ মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল।

তিনি আরো বলেন, আন্তর্জাতিক জলসীমায় পরিচালিত এই হামলার সময় জাহাজটিতে তিনজন মাদক-সন্ত্রাসী ছিল। তিনজন সন্ত্রাসীই নিহত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সেপ্টেম্বরের গোড়ার দিকে শুরু হওয়া এই হামলাগুলো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের সমান। এমনকি যদি তারা পরিচিত পাচারকারীদের লক্ষ্য করেও এসব হামলা চালিয়ে থাকে সেক্ষেত্রেও।

ওয়াশিংটন এখনো পর্যন্ত এমন কোনো প্রমাণ প্রকাশ করেনি যে তার লক্ষ্যবস্তু মাদক পাচারকারী ছিল বা তা মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল।

হেগসেথ বলেন, ওয়াশিংটন অভিযুক্ত মাদক পাচারকারীদের ‘অনুসন্ধান ও হত্যা’ চালিয়ে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নির্বাচনের আগে জুলাই সনদের ওপর গণভোট চায় জামায়াত : ডা. তাহের
বিএনপির ৩১ দফা বাস্তবায়নে টাঙ্গাইলে গণসংযোগ ও লিফলেট বিতরণ
প্রবাসীদের ভোটাধিকার দেয়ায় ইসিকে তারেক রহমানের ধন্যবাদ
বিনিয়োগ সহজীকরণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে
গুপ্ত স্বৈরাচার ওত পেতে আছে, ঐক্যবদ্ধ হোন: তারেক রহমান
রাজধানীতে বিশেষ অভিযানে গ্রেফতার ১৪
সরকার সকলক্ষেত্রে নারী উন্নয়নে গুরুত্ব দিচ্ছে: গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
নতুন ও সম্ভাবনাময় স্টার্ট-আপদের আইডিয়া প্রকল্পের কো-ওয়ার্কিং স্পেস ব্যবহারের আহ্বান ফয়েজ আহমদ তৈয়্যবের
বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার 
জনগণের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব: ডিএনসিসি প্রশাসক
১০