নেপালের হিমলুং হিমাল শৃঙ্গে অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৬:২৫

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : নেপালের ৭ হাজার ১২৬ মিটার উঁচু হিমলুং হিমাল শৃঙ্গে আরোহণের চেষ্টাকালে একজন অস্ট্রেলিয়ান পর্বতারোহীর মৃত্যু হয়েছে। আজ রোববার পর্যটন কর্মকর্তারা এ তথ্য জানান।

৪৯ বছর বয়সি চিন-তারক চান গত ২৯ অক্টোবর তিব্বত সীমান্তের কাছে পর্বতটিতে আরোহণের সময় অসুস্থ হয়ে পড়েন। কাঠমাণ্ডু থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম এএফপি’কে জানান, চিন-তারক ৬ হাজার ১০০ মিটার উচ্চতায়  মারা গেছেন। তবে, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হয়েছে।

গৌতম আরো বলেন, ‘ক্যাম্প ৩ থেকে তার মরদেহ ক্যাম্প ২-এ আনার চেষ্টা করা হচ্ছে। তার মরদেহ হেলিকপ্টারে করে কাঠমাণ্ডুতে ফিরিয়ে আনা হবে। তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।’
 
৮কে এক্সপিডিশনস-এর ব্যবস্থাপনা পরিচালক লাকপা শেরপা বলেন, চ্যান গত বছরও হিমলুং-এ আরোহণের চেষ্টা করেছিলেন। লাকপা’র কোম্পানির মাধ্যমে অস্ট্রেলিয়ান এই পর্বত আরোহণের চেষ্টা করেছিলেন তিনি।

লাকপা শেরপা এএফপিকে বলেন,  স্বাস্থ্যগত  কারণে তিনি সেখানে যেতে পারেননি।

অভিযান সংস্থাটি জানিয়েছে, চ্যানের মৃতদেহ কাঠমাণ্ডু ফিরিয়ে আনার জন্য তারা পরিবারের সদস্যদের ও অস্ট্রেলিয়ান দূতাবাসের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

অন্নপূর্ণা ও মানাসলু পর্বতমালার উত্তর-পূর্বে হিমলুং হিমাল অবস্থিত।

শরৎ মৌসুমে প্রায় ৪০০ আরোহী পর্বতটিতে আরোহণ করেন। সাধারণত আগস্টের শেষ থেকে নভেম্বর পর্যন্ত এ আরোহণ চলে।

গত মাসে একজন ফরাসি ও একজন দক্ষিণ কোরীয় পর্বতারোহী মাউন্ট আমা দাবলাম অভিযানের সময় মারা যান।

মাউন্ট এভারেস্টসহ বিশ্বের ১০টি সর্বোচ্চ শৃঙ্গের আটটির অবস্থানের দেশ নেপাল প্রতি বছর কয়েকশ পর্বতারোহীকে স্বাগত জানায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
১০