চীনের সঙ্গে সামরিক যোগাযোগ পুনস্থাপন করতে চায় যুক্তরাষ্ট্র

বাসস
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৬:৪১

ঢাকা, ২ নভেম্বর, ২০২৫ (বাসস) : মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ শনিবার বলেছেন, চীনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনার সময় উভয় পক্ষ ‘সংঘাত নিরসন ও উত্তেজনা হ্রাস’ করার জন্য উভয় দেশের সামরিক সম্পর্ক পুনরায় চালু করতে সম্মত হয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ায় নেতা সি চিনপিং এবং ডোনাল্ড ট্রাম্পের আলোচনার একদিন পর, মালয়েশিয়ায় একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনের ফাঁকে হেগসেথ চীনের প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে দেখা করেন।

হেগসেথ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ  একটি পোস্টে বলেছেন, আমি এইমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং আমরা একমত  হয়েছি যে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে সম্পর্ক কখনও এতো  ভালো ছিল না।  

তিনি আরো জানান, তাদের মুখোমুখি বৈঠকের পর থেকে তিনি ডংয়ের সঙ্গে আবার কথা বলেছেন।

তিনি শক্তি, পারস্পরিক শ্রদ্ধা ও ইতিবাচক সম্পর্কের পথের কথা উল্লেখ করে বলেন, অ্যাডমিরাল ও আমি একমত যে শান্তি, স্থিতিশীলতা ও সুসম্পর্ক আমাদের দুটি মহান ও শক্তিশালী দেশের জন্য সর্বোত্তম পথ।

পেন্টাগণ প্রধান জানান, ডং ও তিনি এতেও একমত হয়েছেন যে আমাদের উদ্ভূত যেকোনো সমস্যা নিরসন ও উত্তেজনা হ্রাস করার জন্য সামরিক-থেকে-সামরিক চ্যানেল স্থাপন করতে হবে।

এই ধরনের চ্যানেলগুলো বছরের পর বছর ধরে বিদ্যমান ছিল, কিন্তু কখনও তা ব্যবহার করা হয়ে ওঠেনি।
হেগসেথ  বলেন, শিগগির আমাদের আরো বৈঠক হবে। 

তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

ডং হেগসেথ কে বলেন, দেশগুলোর বিশ্বাস বৃদ্ধি এবং অনিশ্চয়তা দূর করার জন্য নীতি-স্তরের সংলাপ জোরদার করা উচিত এবং সমতা, শ্রদ্ধা, শান্তিপূর্ণ সহাবস্থান এবং স্থিতিশীল ইতিবাচক গতি দ্বারা চিহ্নিত একটি দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক গড়ে তুলতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশন ২৮ ও ২৯ নভেম্বর
ডা. তাহেরের দ্রুত সুস্থতা কামনায় জামায়াত আমীরের দোয়ার আবেদন
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৪৪ জন আটক
টিকিটবিহীন ৪,৭৩৩ যাত্রীর কাছ থেকে রেলওয়ের সাড়ে ৮ লাখ টাকা আদায়
আগামীতে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন হবে : আব্দুল আউয়াল মিন্টু
প্রথমবারের মতো ডিআরইউ নারী সদস্যদের ড্রাইভিং প্রশিক্ষণের উদ্বোধন
তাহিতিতে ভূমিধসে ঘর চাপা পড়ে নিহত ৭
খুলনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ঢাবির হল পরিদর্শন ও নিরীক্ষণ অব্যাহত রেখেছে কারিগরি কমিটি
সরকার রোহিঙ্গা সংকটকে আবার বৈশ্বিক ফোরামে তুলেছে : শফিকুল
১০