আফগানিস্তানে ৬.৩ মাত্রার ভূমিকম্পের আঘাত

বাসস
প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৫, ০৮:৪৪

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানের উত্তরাঞ্চলে আজ  ভোরে  ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। 

দেশটিতে কয়েক মাস আগে আরেকটি মারাত্মক ভূমিকম্প আঘাত হেনেছিল। যার ফলে, মানবিক সংকট আরও বেড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)  জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে। আজ ভোরের দিকে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় আঘাত হানে।

ভূমিকম্পের পর প্রথম কয়েক ঘণ্টায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো অতীতে পার্বত্য দেশটিতে দুর্যোগ মোকাবেলায় বাধাগ্রস্ত হয়েছে। যার ফলে কর্তৃপক্ষ দূরবর্তী গ্রামে পৌঁছাতে পারেনি ঘন্টার পর ঘন্টা এমনকি কয়েকদিন ধরে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে।

ভূমিকম্পের ফলে আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম শহর মাজার-ই-শরীফের বাসিন্দারা তাদের ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কায় রাস্তায় ছুটে আসে। একই সময়ে, রাজধানী কাবুলে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণেও কম্পন অনুভূত হয়েছে। এক এএফপি সংবাদদাতা এ তথ্য জানিয়েছে। 

ভূমিকম্পটি তালেবান সরকারের জন্য সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ, যা ২০২১ সালে দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে তিনটি বড় মারাত্মক ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এমনকি দেশটির অর্থনীতির মেরুদণ্ড গঠনকারী বিদেশী সাহায্য নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।

গত আগস্ট মাসে দেশটির পূর্বাঞ্চলে একটি ৬.০ মাত্রার একটি ভূমিকম্পে পাহাড়ের পাদদেশের গ্রামগুলো ধ্বংস হয়ে যায় এবং ২ হাজার ২শ জনেরও বেশি মানুষ নিহত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে মাঠ কর্মকর্তাদের প্রস্তুতি সভা করার নির্দেশ
নীলফামারীতে তারুণ্যের উৎসবে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন জারি
হাসিনা, জয় ও পুতুলের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ পর্যায়ে
মোংলা ইপিজেডে দুর্যোগ প্রস্তুতি ও মাল্টি-হ্যাজার্ড ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু করেছে এফবিসিসিআই
গণঅভ্যুত্থান পরবর্তী প্রথম বছরে এফডিআইয়ে ১৯.১৩ শতাংশ প্রবৃদ্ধি
নড়াইলে হত্যা মামলায় নারীসহ দু’জনের যাবজ্জীবন
লিগ্যাল এইডে এডিআর-এর মাধ্যমে ১,৬৭,৫৬৫ মামলা নিষ্পত্তি
হালদা নদীতে অভিযানে ২১ হাজার মিটার চরঘেরা জাল জব্দ
রাঙ্গামাটিতে আনসার সদস্যদের নির্বাচন বিষয়ে মৌলিক প্রশিক্ষণ শেষে সনদ প্রদান
১০