
ঢাকা, ৩ নভেম্বর, ২০২৫ (বাসস) : আফগানিস্তানের উত্তরাঞ্চলে আজ ভোরে ৬ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।
দেশটিতে কয়েক মাস আগে আরেকটি মারাত্মক ভূমিকম্প আঘাত হেনেছিল। যার ফলে, মানবিক সংকট আরও বেড়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য জানিয়েছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল মাজার-ই-শরিফ শহরের কাছে। আজ ভোরের দিকে ২৮ কিলোমিটার (১৭ মাইল) গভীরতায় আঘাত হানে।
ভূমিকম্পের পর প্রথম কয়েক ঘণ্টায় তাৎক্ষণিকভাবে কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দুর্বল যোগাযোগ ব্যবস্থা এবং অবকাঠামো অতীতে পার্বত্য দেশটিতে দুর্যোগ মোকাবেলায় বাধাগ্রস্ত হয়েছে। যার ফলে কর্তৃপক্ষ দূরবর্তী গ্রামে পৌঁছাতে পারেনি ঘন্টার পর ঘন্টা এমনকি কয়েকদিন ধরে ক্ষতির পরিমাণ নির্ধারণ করতে।
ভূমিকম্পের ফলে আফগানিস্তানের উত্তরাঞ্চলের অন্যতম বৃহত্তম শহর মাজার-ই-শরীফের বাসিন্দারা তাদের ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কায় রাস্তায় ছুটে আসে। একই সময়ে, রাজধানী কাবুলে প্রায় ৪২০ কিলোমিটার দক্ষিণেও কম্পন অনুভূত হয়েছে। এক এএফপি সংবাদদাতা এ তথ্য জানিয়েছে।
ভূমিকম্পটি তালেবান সরকারের জন্য সর্বশেষ প্রাকৃতিক দুর্যোগ, যা ২০২১ সালে দেশটির ক্ষমতা গ্রহণের পর থেকে তিনটি বড় মারাত্মক ভূমিকম্পের মুখোমুখি হয়েছে। এমনকি দেশটির অর্থনীতির মেরুদণ্ড গঠনকারী বিদেশী সাহায্য নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে।
গত আগস্ট মাসে দেশটির পূর্বাঞ্চলে একটি ৬.০ মাত্রার একটি ভূমিকম্পে পাহাড়ের পাদদেশের গ্রামগুলো ধ্বংস হয়ে যায় এবং ২ হাজার ২শ জনেরও বেশি মানুষ নিহত হয়।