প্রথম বাজেট মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কানাডার নির্ভরতা কমাতে সাহায্য করবে : কার্নি

বাসস
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৪০

ঢাকা, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস): কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন সরকার তার প্রথম বাজেট মঙ্গলবার উপস্থাপন করতে যাচ্ছে। 

কার্নি বলেছেন, এটি কানাডার অর্থনীতির সংকট মোকাবিলা করবে। বিশেষ করে, এটি যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্কের ‘জবাব’ দেবে। 

অটোয়া থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

চলতি বছর রাজনীতিতে প্রবেশের আগে কানাডা ও ইংল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দেওয়া কার্নি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কারণে মার্কিন সম্পর্কের নজিরবিহীন অবনতির মধ্য দিয়ে কানাডার নেতা হিসেবে নিজেকে আদর্শ ব্যক্তি হিসেবে তুলে ধরেন।

ট্রাম্পের শুল্ক কানাডাকে মারাত্মকভাবে আঘাত করেছে। এটি দেশটির বেকারত্ব বাড়িয়েছে এবং গাড়ি, অ্যালুমিনিয়াম ও ইস্পাতের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোয় ব্যবসা সঙ্কুচিত করেছে।

তার লিবারেল সরকার বলছে, বাজেট কানাডার মুখোমুখি নতুন ভূ-রাজনৈতিক বাস্তবতা মোকাবিলা করবে।

মঙ্গলবার অর্থমন্ত্রী সংসদে বাজেট উন্মোচন না করা পর্যন্ত ব্যয় পরিকল্পনার সুনির্দিষ্ট বিবরণ গোপন রাখা হচ্ছে।

আলোচ্য বিষয়গুলোর মধ্যে থাকবে ন্যাটো লক্ষ্যমাত্রার সঙ্গে সঙ্গতিপূর্ণ করার জন্য প্রতিরক্ষা ব্যয়ে উল্লেখযোগ্য বৃদ্ধি।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের ‘ভাঙনের’ কারণে, জাতীয় প্রকল্পেও তহবিল বরাদ্দ করা হবে। 

কার্নি এই প্রকল্পগুলোকে কানাডার অর্থনৈতিক সার্বভৌমত্বের চাবিকাঠি বলে উল্লেখ করেছেন। 

বন্দর সম্প্রসারণ থেকে শুরু করে জ্বালানি উৎপাদন ও প্রত্যন্ত অঞ্চল থেকে গুরুত্বপূর্ণ খনিজ উত্তোলন বৃদ্ধির জন্য প্রয়োজনীয় অবকাঠামো পর্যন্ত এর অন্তর্ভুক্তও রয়েছে।

অর্থমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন মঙ্গলবার যে পদক্ষেপগুলো উপস্থাপন করবেন সেগুলোকে ‘বিনিয়োগ বাজেট’ বলে অভিহিত করেছেন।

তিনি বলেন, ধারণাটি আগামীকালের কানাডা গড়ে তুলবে।

এপ্রিল মাসে পূর্ণ মেয়াদে নির্বাচিত হওয়ার আগে জানুয়ারিতে জাস্টিন ট্রুুডোর স্থলাভিষিক্ত হয়ে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত কার্নি, কানাডিয়ানদের ধারাবাহিকভাবে সতর্ক করে দিয়েছেন যে মার্কিন-কানাডা সম্পর্কে ট্রাম্প-যুগের অবনতি ক্ষণস্থায়ী নয়।

তিনি এই সপ্তাহের শেষে বলেন, বাজেটটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর আমাদের নির্ভরতা কমাতে সাহায্য করবে।

তবে তিনি উল্লেখ করেছেন যে এই ধরনের পরিবর্তন ‘রাতারাতি ঘটতে পারে না।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রাথমিক বিদ্যালয়ে শরীরচর্চা ও সঙ্গীত শিক্ষক নিয়োগ প্রস্তাব বাতিল প্রসঙ্গে ব্যাখ্যা দিলো সরকার
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত
ধর্মীয় শিক্ষাকে বিএনপি সব সময় গুরুত্ব দেয় : ডা. জাহিদ
দিনাজপুরে নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা সভা
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে খুলনা বিএনপির ৭ দিনব্যাপী কর্মসূচি
২০২৪ সালে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ ২.৩ শতাংশ বেড়েছে : জাতিসংঘ
সাবেক এমপি নিজাম হাজারীর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আইএফআইসি ব্যাংকের সাবেক এমডি শাহ আলম সারওয়ারকে ৫ কোটি টাকা জরিমানা
আফগানিস্তানে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৭
জার্মানিতে এক বিলিয়ন ইউরোর ‘এআই সেন্টার’ স্থাপন করবে এনভিডিয়া ও ডয়েচে টেলিকম
১০