আটকাদেশ আইনে মেঘনা আলম এক মাসের জন্য কারাগারে

বাসস
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ১৪:১৫ আপডেট: : ১১ এপ্রিল ২০২৫, ২১:৫৩
মেঘনা আলম। ছবি: ফেসবুক

ঢাকা, ১১ এপ্রিল ২০২৫ (বাসস) : আটকাদেশ আইনে এক মাসের জন্য কারাগারে পাঠানো হয়েছে ‘মিস আর্থ’ বাংলাদেশ বিজয়ী অভিনেত্রী মেঘনা আলমকে।

আটকাদেশ আইনে সরকার কোনো ব্যক্তিকে আদালতের আনুষ্ঠানিক বিচার ছাড়াই নির্দিষ্ট সময়ের জন্য আটক বা বন্দি রাখতে পারে। এই ধরনের আইন সাধারণত জননিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রয়োগ করা হয়।

গতকাল বৃহস্পতিবার রাতে ডিবি পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ কাস্টডি ওয়ারেন্ট মূলে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব জিয়াউল হক মীর কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মেঘনা আলমকে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ প্রদান করেন। আদেশের প্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ডিউটি অফিসার লিখিত আবেদনসহ আটকাদেশ প্রাপ্ত মেঘনা আলমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করেন। এর  প্রেক্ষিতে সংবিধানের বাধ্যবাধকতা থাকায় মেঘনা আলমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মো. সেফাতুল্লাহ কাস্টডি ওয়ারেন্ট  স্বাক্ষর করে জেলহাজতে প্রেরণ করেন।

জিয়াউল হক মীর আদেশে উল্লেখ করেন, সিটি স্পেশাল ব্রাঞ্চের প্রাপ্ত প্রতিবেদন ও সংযুক্ত কাগজপত্র পর্যালোচনান্তে এ মর্মে সন্তুষ্ট হওয়া গেল যে, মেঘনা আলম ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২ (এফ) ধারার জননিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিপন্থি ক্ষতিকর কার্য হতে নিবৃত্ত করার জন্য অন্তরীণ রাখা প্রয়োজন। আইন-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আবশ্যক অনুভূত হওয়ায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ৩(১) ধারায় অর্পিত ক্ষমতা বলে মেঘনা আলমকে কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই আটকাদেশ স্বাক্ষরের তারিখ হতে ৩০ দিন ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক রাখার আদেশ প্রদান করা হলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশ মিশনগুলোতে জনবল বাড়াবে সরকার : তৌহিদ
রুবেলের সেঞ্চুরিতে টিকে থাকার আশা বাঁচিয়ে রাখলো পারটেক্স
পরিবেশবান্ধব পদ্ধতিতে তৈরি বস্ত্রের প্রসারে কাজ করতে হবে : পরিবেশ উপদেষ্টা
খনিজ চুক্তি নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন যাচ্ছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
জিম্বাবুয়ের বিপক্ষে ‘উপযুক্ত টেস্ট উইকেট’ চান সিমন্স
যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৯০ জন আটক 
ইউরোপা লিগ: অবিশ্বাস্য জয়ে সেমিফাইনালে ম্যান ইউ
কক্সবাজার-মহেশখালী নৌপথে পরীক্ষামূলকভাবে সি-ট্রাক চলাচল 
বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার অনেক উদাহরণ রয়েছে : আজাদ মজুমদার
কুয়াকাটায় রাখাইনদের বর্ষবরণ ‘মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব শুরু
১০