ঈদের ছুটিতে বিএমইউ বহির্বিভাগে ২ সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৮:৪২

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস): পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ২ সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ঈদের ছুটিতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছিলেন বিএমইউ ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা ছিল। ওই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগে দুই সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন বিএমইউ এর চিকিৎসকবৃন্দ। 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে এবং সেখানে ইনডোরে চিকিৎসাধীন ও জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

২৯ মার্চ, ঈদের দিন ও ২ এপ্রিলসহ প্রায় প্রতিদিনই ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম হাসপাতালে আসেন এবং রোগীদের চিকিৎসা সেবার খোঁজ-খবর নেন। 

এদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলরের নির্দেশে বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধারাসহ সকল রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। এছাড়া ঈদের দিন শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন শিশুদের ঈদের উপহার দেওয়া হয়। 

ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী আগামীকাল শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় শুরু হবে। এ দিন প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ, বিভাগসমূহ, হাসপাতাল সম্পূর্ণভাবে খোলা থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ট্রাম্পের সাথে আলোচনার জন্য ওয়াশিংটনে জেলেনস্কি
দীর্ঘ প্রতীক্ষা শেষে ২০ আগস্ট চালু হচ্ছে তৃতীয় তিস্তা সড়ক সেতু
শাহজালাল বিমানবন্দরে ৮৮৭.৫০ গ্রাম স্বর্ণ উদ্ধার, আটক ৩
লক্ষ্মীপুরে বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন
গোপালগঞ্জের মুকসুদপুরে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও পরিচিত সভা
ঝিনাইদহের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি অপু ঢাকা থেকে গ্রেফতার
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
১০