ঈদের ছুটিতে বিএমইউ বহির্বিভাগে ২ সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান

বাসস
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৫, ১৮:৪২

ঢাকা, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস): পবিত্র ঈদুল ফিতরের ছুটির মাঝে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বহির্বিভাগে ২ সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

বিএমইউ’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।

ঈদের ছুটিতে যাতে চিকিৎসা ব্যবস্থার কোনো ঘাটতি না হয় সে জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছিলেন বিএমইউ ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম। নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ রোগীদের সুবিধার্থে ২৯ মার্চ ও ২ এপ্রিল খোলা ছিল। ওই দুই দিন সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বহির্বিভাগে দুই সহস্রাধিক রোগীর চিকিৎসা সেবা প্রদান করেন বিএমইউ এর চিকিৎসকবৃন্দ। 

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিদিনই বিশ্ববিদ্যালয় হাসপাতালের ইনডোর ও জরুরি বিভাগ প্রচলিত নিয়মে খোলা রয়েছে এবং সেখানে ইনডোরে চিকিৎসাধীন ও জরুরি বিভাগে আসা রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। হাসপাতালের জরুরি ল্যাব কার্যক্রম সেবাও চালু রয়েছে।

২৯ মার্চ, ঈদের দিন ও ২ এপ্রিলসহ প্রায় প্রতিদিনই ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম হাসপাতালে আসেন এবং রোগীদের চিকিৎসা সেবার খোঁজ-খবর নেন। 

এদিকে ঈদের দিন ভাইস-চ্যান্সেলরের নির্দেশে বিএমইউতে চিকিৎসাধীন ছাত্র জনতার অভ্যুত্থানে আহত যোদ্ধারাসহ সকল রোগীদের জন্য উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়। এছাড়া ঈদের দিন শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ, শিশু নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন শিশুদের ঈদের উপহার দেওয়া হয়। 

ঈদের জামাত ঈদের দিন সকাল ৮টায় বিএমইউ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 

পবিত্র ঈদুল ফিতর পরবর্তী ঈদ পুনর্মিলনী আগামীকাল শনিবার (৫ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় শুরু হবে। এ দিন প্রচলিত নিয়মে বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহ, বিভাগসমূহ, হাসপাতাল সম্পূর্ণভাবে খোলা থাকবে। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০