সুনামগঞ্জ, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলায় আজ হাওরের বোরো ফসল সুষ্ঠু ও সুন্দরভাবে কর্তন এবং কৃষকের গোলায় তোলা পর্যন্ত করণীয় নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সভায় সুনামগঞ্জ জেলায় হাওরের বোরো ধানকাটা উৎসবের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী পহেলা বৈশাখ (১৪ এপ্রিল)।
আজ রোববার দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া।
সভায় জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া জানান, এবারের বোরো ধানকাটা উৎসবে কৃষি উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হবে।
তিনি জানান, এবারের বোরো মৌসুমে ধান কাটার জন্য ৯৫০ টি কম্বাইন্ড হার্ভেষ্টার মেশিন, ১৭২টি রিপার মেশিন প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে পাশ্ববর্তী জেলা থেকেও আরও ধান কাটার মেশিন আনা হবে। ধানকাটার জন্য দেড় লক্ষাধিক শ্রমিক রয়েছেন। এছাড়াও ১৫ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার বালু-পাথর মহালগুলো বন্ধ রেখে শ্রমিকদের ধান কাটা শ্রমিক হিসেবে কাজে লাগানো হবে।
জেলা প্রশাসক বলেন, যদি আবহাওয়া অনুকুলে থাকে তবে চলতি এপ্রিল মাসের মধ্যেই জেলার সবক’টি হাওরে বোরো ফসল কর্তন করে কৃষকের গোলায় তোলা সম্ভব হবে। তারপরও যদি অকাল বন্যা ও অন্যকোন প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়, তা মোকাবেলার জন্য জেলা প্রশাসন সকল প্রস্তুতি গ্রহণ করবে। ইতিমধ্যেই জেলার ১২ টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল-এর সঞ্চালনায় এ সভায় বোরো ধান কাটা ও মাড়াই সম্পের্কে বিভিন্ন তথ্য তুলে ধরেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা ইকবাল আজাদ।
মোস্তফা ইকবাল আজাদ জানান, জেলায় এ বছর ২ লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে ৬৭ হাজার ৫৫০ হেক্টর জমিতে হাইব্রিড ধান, একলাখ ৫৪ হাজার ৯৮২ হেক্টর জমিতে উচ্চ ফলনশীল (উফশী) ধান, ৯৭০ হেক্টর জমিতে স্থানীয় ধান আবাদ করা হয়েছে। সম্ভাব্য ধান উৎপাদন ধরা হয়েছে ১৩ লাখ ৯৬ হাজার ৮০ মেট্রিক টন ধান। এর ফলে ৯ লাখ ২১ হাজার ৪১৩ মেট্রিক টন চাল উৎপাদন হবে। উৎপাদিত চালের আনুমানিক মূল্য দাঁড়াবে সাড়ে চারহাজার কোটি টাকা।
জেলায় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী-২ মো. এমদাদুল হক সভায় জানান, জেলার ১২টি উপজেলার ৫৩টি হাওরে এবার জেলায় ৫৯৪ কিলোমিটার বাধে ৬৯৩টি পিআইসির মাধ্যমে ফসল রক্ষা বাধের কাজ করেছে পানি উন্নয়ন বোর্ড।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- জেলা পরিবেশ রক্ষা আন্দোলন সভাপতি আবু নাছার, জেলা জামায়াতের নায়েবে আমীর মোমতাজুল হাসান আবেদ, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা ক্যাব-এর সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, সাংবাদিক পংক দে, এমরানুল হক চৌধুরী, গিয়াস চৌধুরী, মো. ওসমান গনী, শহীদ নুর আহমেদ প্রমুখ।