ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’

বাসস
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ২২:২৭
ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কাজ করবে ‘ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন’। ছবি: বাসস

ঢাকা, ২৭ এপ্রিল, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সংখ্যালঘু অধিকারও জাতিগত সম্প্রীতি রক্ষা, শিশু অধিকার নিশ্চিত, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও প্রয়োজনে আইনি পরামর্শ সহায়তা প্রদানসহ ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে কাজ করবে 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন'। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলেও সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে।'

আজ রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে সংবাদ সম্মেলন আয়োজকরা এসব কথা জানান। তারা জানান, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে গণরুম, গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কখনো এই  সংস্কৃতি যেন ফেরত না আসে সেই লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

'রাইজ ফর রাইটস' এই স্লোগানকে সামনে রেখে গত বৃহস্পতিবার সংগঠনটি ২৫ সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করে। আজ রোববার সংবাদ সম্মেলনে সেই কমিটি প্রকাশ করা হয়। সংগঠনটির আহ্বায়ক হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী তাহমিদ সাকিব এবং সদস্য সচিব ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ এন্ড কালচার বিভাগের শিক্ষার্থী পত্র নন্দিতা। এছাড়া যুগ্ম আহ্বায়ক হয়েছেন ইসমাঈল নাহিদ ও যুগ্ম সদস্য সচিব হয়েছেন রুকাইয়া রচনা।

সংবাদ সম্মেলন 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের' আহ্বায়ক তাহমিদ সাকিব বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সংখ্যালঘু অধিকার ও জাতিগত সম্প্রীতি রক্ষা, শিশু অধিকার নিশ্চিত, প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা ও প্রয়োজনে আইনি  সহায়তা প্রদানসহ ক্যাম্পাসে মানবাধিকার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা তৈরিতে কাজ করবে 'ঢাকা ইউনিভার্সিটি হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন'। ক্যাম্পাসে শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলেও সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষে কাজ করবে।'

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নিপীড়নের ঘটনাগুলো আমরা দেখেছি। বিভিন্ন সময় অসংখ্য যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে বিভিন্ন শিক্ষকের বিরুদ্ধে, কিন্তু সেগুলোর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জোরালো ভূমিকা আমরা দেখিনি। নারী শিক্ষার্থীরা এখনো ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভোগে। অসংখ্য নারী নিপীড়নের ঘটনায় সুষ্ঠু তদন্তের ঘটনা আমরা দেখি না। এই সংগঠনটি এই বিষয়গুলো নিয়ে কাজ করবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব পত্র নন্দিতা বলেন, বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অপ্রতুল নয়। অহরহ ঘটে। বিশেষ করে রাজনৈতিক পরিসরে। এর বাইরে প্রাতিষ্ঠানিক কাঠামোতেও এটা বিদ্যমান। এ বিষয়ে সচেতনতা তৈরি, ডকুমেন্টেশন এবং অধিকার আদায়ে কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশন।

তিনি বলেন, ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে গণরুম, গেস্টরুম সংস্কৃতির মাধ্যমে শিক্ষার্থীদেরকে নির্যাতনের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কখনো এই  সংস্কৃতি যেন ফেরত না আসে সেই লক্ষ্যে কাজ করবে সংগঠনটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সিলেটে বিএনপির মৌন মিছিল
পিরোজপুরে ভাসমান নৌকার হাট পরিদর্শন করলেন আলজেরিয়ার রাষ্ট্রদূত
বিএনপিতে অপকর্মকারীদের স্থান হবে না : আব্দুস সালাম
জামায়াতের জাতীয় সমাবেশ সফল করতে উত্তরায় প্রস্তুতি মিছিল
সাবেক এমপি মান্নানের মৃত্যুতে তারেক রহমানের শোক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ৩৭৪ আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা সভা এবং আহত বীরদের সম্মাননা 
ফ্যাসিবাদবিরোধী ঐক্য ধরে রাখতে হবে : সালাহউদ্দিন
একাত্তর এবং চব্বিশ উভয়কে ধারণ করলেই কেবল জাতীয় ঐক্য অর্থবহ হবে : খুলনা বিএনপি
চট্টগ্রামে বহুতল ভবন থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিকের মৃত্যু
১০