নেত্রকোনার হাওরাঞ্চলের পিয়াইন নদী এখন ফসলের মাঠ

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৫:০৯
নেত্রকোনার হাওরাঞ্চলের পিয়াইন নদী। ছবি: বাসস

নেত্রকোনা (হাওরাঞ্চল), ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার হাওর উপজেলা খালিয়াজুরির অন্যতম পিয়াইন নদী। গত কয়েক বছর আগেও নদীটি ছিল খরস্রোতা। বর্তমানে তা পরিণত হয়েছে ফসলের মাঠে। কোথাও আবার রূপ নিয়েছে বালুচরে। এ অবস্থায় অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি।

জানা গেছে, অপরিকল্পিত খনন কাজ এবং সংস্কারের অভাবে নদীটি এখন নাব্যতা হারাতে বসেছে। নদীর তলদেশে পলি জমে বিভিন্ন স্থানে জেগে উঠেছে চর। হুমকির মুখে পড়েছে স্থানীয় ঐতিহ্যবাহী লেপসিয়া বাজারের ব্যবসায়ীরা। চরম বিপাকে পড়েছেন স্থানীয়রাও। নদীটিতে যে সময়ে পানি ও মাছ থাকার কথা সে সময়ে সেখানে চলছে ধানসহ নানান ধরনের ফসলের চাষ।

তবে খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বাজার থেকে পাঁচহাট হয়ে রানীচাপুর পর্যন্ত হাওরাঞ্চলের কৃষক ও জেলেদের সুবিধা বিবেচনা করে পুনরায় খনন করে নদীটি পরিপূর্ণ রূপে ফিরিয়ে আনার দাবি স্থানীয়দের।

লেপসিয়া গ্রামের কৃষক সুমন মিয়া জানান, গত কয়েক বছর আগেও এ নদীতে অনেক পানি ছিল। এ নদীর পানি আমরা কৃষি কাজসহ বিভিন্ন কাজে ব্যবহার করতাম। বছরে কোটি কোটি টাকার মাছ বিক্রি হতো এ নদী থেকে। কিন্তু এখন চর ও ফসলি জমিতে পরিণত হয়েছে। নদীতে পানি না থাকায় বিভিন্ন জায়গা থেকে বাজারে নৌকা ঢুকতে পারছে না। এ জন্য আসতে পারছে না পণ্য বা দূর-দুরান্তের ব্যবসায়ীরা। তাই ধস নেমেছে বছরে কোটি টাকা রাজস্ব দেয়া এ বাজারটির ব্যবসা খাতে।

উপজেলার চাকুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রহমান মিয়া বলেন, এক সময় এ নদী দিয়ে বড় বড় নৌকা যাতায়াত করতো। আজ এ পিয়াইন নদীতে ধান ও কৃষি চাষ হয়। শুধু মাত্র অপরিকল্পিত খননের কারনে। শুনেছি ২০১৮-১৯ অর্থবছরে পিয়াইন নদীর ৪.৯২ কিলোমিটার খননসহ খাল খনন ও বাঁধ নির্মাণের কাজ শুরু হয়ে শেষ হয় ২০২০-২১ অর্থ বছরে। কিন্তু এর পরের বছরেই আবার নদীটি ভরাট হয়ে যায়।

তিনি আরো বলেন, আমরা চাই খননের নামে প্রতি বছর সরকারের টাকা লুট না করে সঠিক ভাবে নদী ও খালগুলো খনন করলে এ ভোগান্তির হাত থেকে বাঁচবে ইউনিয়নবাসী।

পিয়াইন নদীর জলমহাল ইজারাদার মো. খলিল মিয়া জানান, প্রতি বছর সরকারকে ১ কোটি ৭ লক্ষ টাকা রাজস্ব দিয়ে আসছি। গত ৩ বছর আগে নদীটি খননের পরে আবার ভরাট হয়ে গেছে। ফলে আমরা অনেক বড় ক্ষতির মধ্যে আছি। ইজারাদারকৃত নদীর কিছু কিছু জায়গা অসাধু ব্যক্তিরা মসজিদ ও মন্দিরের দোহাই দিয়ে বেদখল করে রেখেছে বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, হাওর এলাকার বন্যা ব্যবস্থাপনা ও জীবন যাত্রার মানোন্নয়ন প্রকল্পের আওতায় ২০১৮-১৯ অর্থবছরে পিয়াইন নদীর ৪.৯২ কিলোমিটার খননসহ খাল খনন ও বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়। যার সর্বমোট বরাদ্দ ধরা হয় ১৪ কোটি ৯৬ লক্ষ টাকা। এর মধ্যে ২০২০-২১ অর্থবছরে নদীটির খনন কাজ সম্পন্ন করা হয়। কিন্তু নদীটির উৎপত্তিস্থল ধনু ও পিয়াইন নদীর মোহনা থেকে শুরু করে একমাত্র নদীপথ নির্ভর লেপসিয়া বাজার ঘেঁষে প্রায় ৪-৫ কিলোমিটারের বেশি জায়গা ভরাট হয়ে গেছে।

বর্তমানে নদীতে কোথাও বালু চর, আবার কোথাও নামমাত্র ধারা প্রবাহিত হচ্ছে। জেলা বা উপজেলার সাথে এ অঞ্চলের যোগাযোগের একমাত্র মাধ্যম এ নদীটি শুকিয়ে যাওয়ায় ত্র এলাকার অর্থনীতি, কৃষি, শিক্ষা, চিকিৎসাসহ সকল কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা।

খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উজ্জ্বল হোসেন বলেন, এ বিষয়ে আমার জানা নেই। বিআইডব্লিওটিএ বলতে পারবে।

এ বিষয়ে নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (সদ্য বলদিকৃত) সারওয়ার জাহান বলেন, নদীটির মোহনায় পলি জমে ভরাট হয়ে যাওয়া অংশে প্রতি বছরেই খনন করতে হবে। জেলার অন্য নদ-নদীর সাথে পিয়াইন নদীর বরাদ্দ চেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ এলে কাজ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
হজযাত্রীদের জন্য হজ অ্যাপ ‘লাব্বায়েক’ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
মার্চ ১৫ থেকে ইয়েমেনে ৮০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা করেছে যুক্তরাষ্ট্র, শত শত হুথি বিদ্রোহী নিহত
ফাহাদের বোলিং ও আবরারের সেঞ্চুরিতে সিরিজে সমতা ফেরাল যুবারা
সংবাদপত্রের স্বাধীনতা নিয়ে কাজ করছে প্রেস কাউন্সিল : বিচারপতি আব্দুল হাকিম
তাইজুল-নাইমের বোলিংয়ে ঘুরে দাঁড়াল বাংলাদেশ
যুবদল নেতা শামীম হত্যা মামলায় কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম কারাগারে
দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাসমূহের তিন দিনব্যাপী কর্মশালা শুরু 
জামিন পেলেন মডেল মেঘনা আলম
নারী খতনা রোধে স্বাস্থ্যকর্মীদের জন্য নতুন নির্দেশিকা প্রণয়ন করেছে ডব্লিউএইচও
হবিগঞ্জে বজ্রপাতে একজন নিহত 
১০