কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৬
চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা। ছবি ; বাসস

কুষ্টিয়া, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় একসপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের চালের দাম কেজিতে ৬ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। 

চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন বোরো ধান ওঠার কারণে একসপ্তাহ ধরে প্রতিদিনই অল্প করে চালের দাম কমছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে।

মিল মালিকরা বলছেন, দেশের বিভিন্ন বাজারে বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে এবং আমরাও কিনতে শুরু করেছি। একই সঙ্গে চালের দামও কমতে শুরু করেছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে চালের দাম আরো দু’তিন টাকা কমার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন কুষ্টিয়ার বাজার ঘুরে দেখা গেছে, একসপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চালের দাম ছয় টাকা কমে বাসমতি ৯২ থেকে ৮৮ টাকা, মিনিকেট ৮৬ থেকে ৮০ টাকা এবং মোটা আটাশ চাল ৫৬ থেকে কমে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু চাল আগের দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নতুন চাল বাজারে এলে এগুলোর দামও কমবে।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী আলম জানান, এখন বোরো মৌসুমে দু’একটি বাদে সবধরনের চাল কেজিতে ছয় টাকা কমে বিক্রি হচ্ছে। নতুন চাল বাজারে এলে চালের দাম আরো কমবে।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান বলেন, মিলগেটে চিকন চালের ২৫ কেজির বস্তাপ্রতি দাম কমেছে কমপক্ষে ২০০ টাকা। সপ্তাহখানেক পরে দাম আরো কমবে। তবে মোটা আটাশ চালের দাম খুব একটা কমেনি। কারণ মোটা চাল মাত্র কয়েকটা জেলায় উৎপন্ন হয়। নতুন ধান উঠেছে, সেজন্য চালের দাম কমছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গৌরীপুরে সহিংসতার দায়ে বিএনপির ৫ নেতা বহিষ্কার
সাভারে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১২ নেতা-কর্মী গ্রেফতার
আরও ১৪ জেলায় নতুন ডিসি নিয়োগ
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক নাজমুল ইসলাম সরকার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
সালাহউদ্দিন আহমেদের কথায় অনশন ভাঙলেন আমজনতার তারেক 
দিনাজপুরে দুদকের ১৯০তম গণশুনানি সোমবার
রামপালে বিএনপির নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
ঝিনাইদহের নতুন ডিসি আব্দুল্লাহ আল মাসউদ
২৬ ফেব্রুয়ারির পর নির্বাচন হলে জনগণ মেনে নেবে না: মির্জা ফখরুল
১০