কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৬
চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা। ছবি ; বাসস

কুষ্টিয়া, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় একসপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের চালের দাম কেজিতে ৬ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। 

চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন বোরো ধান ওঠার কারণে একসপ্তাহ ধরে প্রতিদিনই অল্প করে চালের দাম কমছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে।

মিল মালিকরা বলছেন, দেশের বিভিন্ন বাজারে বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে এবং আমরাও কিনতে শুরু করেছি। একই সঙ্গে চালের দামও কমতে শুরু করেছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে চালের দাম আরো দু’তিন টাকা কমার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন কুষ্টিয়ার বাজার ঘুরে দেখা গেছে, একসপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চালের দাম ছয় টাকা কমে বাসমতি ৯২ থেকে ৮৮ টাকা, মিনিকেট ৮৬ থেকে ৮০ টাকা এবং মোটা আটাশ চাল ৫৬ থেকে কমে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু চাল আগের দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নতুন চাল বাজারে এলে এগুলোর দামও কমবে।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী আলম জানান, এখন বোরো মৌসুমে দু’একটি বাদে সবধরনের চাল কেজিতে ছয় টাকা কমে বিক্রি হচ্ছে। নতুন চাল বাজারে এলে চালের দাম আরো কমবে।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান বলেন, মিলগেটে চিকন চালের ২৫ কেজির বস্তাপ্রতি দাম কমেছে কমপক্ষে ২০০ টাকা। সপ্তাহখানেক পরে দাম আরো কমবে। তবে মোটা আটাশ চালের দাম খুব একটা কমেনি। কারণ মোটা চাল মাত্র কয়েকটা জেলায় উৎপন্ন হয়। নতুন ধান উঠেছে, সেজন্য চালের দাম কমছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই গণঅভ্যুত্থান : ফিরে দেখা সিলেট
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৭৯৬
ট্রাম্পের ঘোষণায় যুক্তরাষ্ট্রে কোকা-কোলায় আখের চিনি ব্যবহারের সিদ্ধান্ত
মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে অধ্যয়ন ও যৌথ গবেষণার উদ্যোগ গ্রহণ
নাটোরে ২ প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
জাতীয় বৃক্ষমেলায় শিক্ষার্থীদের ‘গাছ চেনা প্রতিযোগিতা-২০২৫
জুলাই অভ্যুত্থানের মাধ্যমে শহীদরা বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছে : ইআবি ভিসি
বার্সেলোনার আইকনিক ১০ নম্বর জার্সি পেলেন ইয়ামাল
সকলকে সঙ্গে নিয়ে চলার মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শক্তি : ঢাবি উপাচার্য
রাজধানীর যাত্রাবাড়ীতে তিন মাদক কারবারি গ্রেফতার 
১০