কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৬
চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা। ছবি ; বাসস

কুষ্টিয়া, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় একসপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের চালের দাম কেজিতে ৬ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। 

চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন বোরো ধান ওঠার কারণে একসপ্তাহ ধরে প্রতিদিনই অল্প করে চালের দাম কমছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে।

মিল মালিকরা বলছেন, দেশের বিভিন্ন বাজারে বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে এবং আমরাও কিনতে শুরু করেছি। একই সঙ্গে চালের দামও কমতে শুরু করেছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে চালের দাম আরো দু’তিন টাকা কমার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন কুষ্টিয়ার বাজার ঘুরে দেখা গেছে, একসপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চালের দাম ছয় টাকা কমে বাসমতি ৯২ থেকে ৮৮ টাকা, মিনিকেট ৮৬ থেকে ৮০ টাকা এবং মোটা আটাশ চাল ৫৬ থেকে কমে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু চাল আগের দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নতুন চাল বাজারে এলে এগুলোর দামও কমবে।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী আলম জানান, এখন বোরো মৌসুমে দু’একটি বাদে সবধরনের চাল কেজিতে ছয় টাকা কমে বিক্রি হচ্ছে। নতুন চাল বাজারে এলে চালের দাম আরো কমবে।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান বলেন, মিলগেটে চিকন চালের ২৫ কেজির বস্তাপ্রতি দাম কমেছে কমপক্ষে ২০০ টাকা। সপ্তাহখানেক পরে দাম আরো কমবে। তবে মোটা আটাশ চালের দাম খুব একটা কমেনি। কারণ মোটা চাল মাত্র কয়েকটা জেলায় উৎপন্ন হয়। নতুন ধান উঠেছে, সেজন্য চালের দাম কমছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশের বিপক্ষে হংকংয়ের সংগ্রহ ৭ উইকেটে ১৪৩ রান
দুর্গাপূজা উপলক্ষে গাজীপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত 
ড. জুলিয়া মঈন প্রধান বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নতুন মহাপরিচালক
চলতি বছর নগরীতে জলাবদ্ধতা কমেছে : ডিএনসিসি প্রশাসক
৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ
ইসির ৬১ কর্মকর্তা বদলি
জলবায়ু পরিবর্তন আজকের বিশ্বের সবচেয়ে বড় চ্যালেঞ্জ : ইইউ রাষ্ট্রদূত
নেপালের সাবেক প্রধান বিচারপতি অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে 
বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ দশমিক ৫৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে
নোবিপ্রবিতে ‘লাইন ফলোয়িং রোবট অবস্ট্যাকল এভয়েডিং রোবট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
১০