কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৬
চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা। ছবি ; বাসস

কুষ্টিয়া, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় একসপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের চালের দাম কেজিতে ৬ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। 

চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন বোরো ধান ওঠার কারণে একসপ্তাহ ধরে প্রতিদিনই অল্প করে চালের দাম কমছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে।

মিল মালিকরা বলছেন, দেশের বিভিন্ন বাজারে বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে এবং আমরাও কিনতে শুরু করেছি। একই সঙ্গে চালের দামও কমতে শুরু করেছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে চালের দাম আরো দু’তিন টাকা কমার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন কুষ্টিয়ার বাজার ঘুরে দেখা গেছে, একসপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চালের দাম ছয় টাকা কমে বাসমতি ৯২ থেকে ৮৮ টাকা, মিনিকেট ৮৬ থেকে ৮০ টাকা এবং মোটা আটাশ চাল ৫৬ থেকে কমে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু চাল আগের দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নতুন চাল বাজারে এলে এগুলোর দামও কমবে।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী আলম জানান, এখন বোরো মৌসুমে দু’একটি বাদে সবধরনের চাল কেজিতে ছয় টাকা কমে বিক্রি হচ্ছে। নতুন চাল বাজারে এলে চালের দাম আরো কমবে।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান বলেন, মিলগেটে চিকন চালের ২৫ কেজির বস্তাপ্রতি দাম কমেছে কমপক্ষে ২০০ টাকা। সপ্তাহখানেক পরে দাম আরো কমবে। তবে মোটা আটাশ চালের দাম খুব একটা কমেনি। কারণ মোটা চাল মাত্র কয়েকটা জেলায় উৎপন্ন হয়। নতুন ধান উঠেছে, সেজন্য চালের দাম কমছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মে মাসে তিন দিনের আকস্মিক যুদ্ধবিরতির ঘোষণা পুতিনের
জামায়াত আমিরের সঙ্গে চ্যাথাম হাউসের প্যাট্রিক শ্রোয়েডারের সৌজন্য সাক্ষাৎ
চীনের বিশেষায়িত হাসপাতাল বরিশালে স্থাপনের দাবি
প্রধান উপদেষ্টার নেতৃত্বে ঐকমত্য কমিশনের বৈঠক অনুষ্ঠিত
আগামীকাল পুলিশ সপ্তাহ শুরু
দেশের মানুষ প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় : মির্জা ফখরুল 
এনফোর্সমেন্ট অভিযানে অনিয়ম ও দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক
সিলেট হাওর অঞ্চলের ৮৫ ভাগ ধান কাটা শেষ 
ক্ষুদ্র ও মাঝারি শিল্পে নারী উদ্যোক্তাদের আরও উৎসাহিত করা উচিত : সেমিনারে বক্তারা
আগামীকাল আন্তর্জাতিক নৃত্য দিবসে শিল্পকলায় দুই দিনব্যাপী অনুষ্ঠান
১০