কুষ্টিয়ায় চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা

বাসস
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৫, ১৮:১৬
চালের বাজারে স্বস্তি, দাম কমেছে কেজিতে ৬ থেকে ১০ টাকা। ছবি ; বাসস

কুষ্টিয়া, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় একসপ্তাহের ব্যবধানে বাজারে সবধরনের চালের দাম কেজিতে ৬ টাকা থেকে ১০ টাকা পর্যন্ত কমেছে। 

চাল ব্যবসায়ীরা বলছেন, নতুন বোরো ধান ওঠার কারণে একসপ্তাহ ধরে প্রতিদিনই অল্প করে চালের দাম কমছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে দাম আরও কমবে।

মিল মালিকরা বলছেন, দেশের বিভিন্ন বাজারে বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে এবং আমরাও কিনতে শুরু করেছি। একই সঙ্গে চালের দামও কমতে শুরু করেছে। সপ্তাহখানেকের মধ্যে নতুন চাল বাজারে এলে চালের দাম আরো দু’তিন টাকা কমার সম্ভাবনা রয়েছে।

সরেজমিন কুষ্টিয়ার বাজার ঘুরে দেখা গেছে, একসপ্তাহের ব্যবধানে প্রতিকেজি চালের দাম ছয় টাকা কমে বাসমতি ৯২ থেকে ৮৮ টাকা, মিনিকেট ৮৬ থেকে ৮০ টাকা এবং মোটা আটাশ চাল ৫৬ থেকে কমে ৫৩ টাকায় বিক্রি হচ্ছে। তবে কিছু কিছু চাল আগের দামেই বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, নতুন চাল বাজারে এলে এগুলোর দামও কমবে।

কুষ্টিয়া পৌর বাজারের চাল ব্যবসায়ী আলম জানান, এখন বোরো মৌসুমে দু’একটি বাদে সবধরনের চাল কেজিতে ছয় টাকা কমে বিক্রি হচ্ছে। নতুন চাল বাজারে এলে চালের দাম আরো কমবে।

কুষ্টিয়া জেলা চালকল মালিক সমিতির একাংশের সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন প্রধান বলেন, মিলগেটে চিকন চালের ২৫ কেজির বস্তাপ্রতি দাম কমেছে কমপক্ষে ২০০ টাকা। সপ্তাহখানেক পরে দাম আরো কমবে। তবে মোটা আটাশ চালের দাম খুব একটা কমেনি। কারণ মোটা চাল মাত্র কয়েকটা জেলায় উৎপন্ন হয়। নতুন ধান উঠেছে, সেজন্য চালের দাম কমছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি, এনসিপিসহ ২৩ টি দল
চাঁদপুরে মেঘনার ভাঙ্গন আতঙ্কে উপকূলীয় বাসিন্দারা
টাঙ্গাইলের শুভ সূচনা
ইসলামী ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৭ দফা ঘোষণাপত্র প্রকাশ
বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা পঞ্চম সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার
তুরাগকে উত্তরা থেকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে মানববন্ধন
চীনে নির্মাণাধীন সেতু দুর্ঘটনায় নিহত ১০, নিখোঁজ ৪ 
চট্টগ্রামে র‌্যাবের অভিযানে হত্যা মামলার ৪ আসামি গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ার ত্রাস শফি অস্ত্রসহ গ্রেফতার
ইউক্রেনের আরো ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার
১০