সিলেট, ২৮ এপ্রিল, ২০২৫ (বাসস) : সিলেট অঞ্চলে বৈরী আবহাওয়ার মধ্যেও বোরো ধান কাটছেন কৃষকরা। আজ সোমবার পর্যন্ত চার জেলার হাওরে ইতোমধ্যে ৮৫ শতাংশ ধান কাটা শেষ হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেটের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম আজ বিকেলে বাসসকে এই তথ্য জানান।
হাওরের পাশাপাশি তুলনামূলক উঁচু জায়গার ধানও কাটা চলছে পুরোদমে। এখন পর্যন্ত ৩৩ শতাংশ ধান কাটা হয়েছে।
আজ সিলেট অঞ্চলের বিভিন্ন জায়গায় ঝড়ো বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটেছে। বৈরী আবহাওয়ার মধ্যে ধান কাটতে গিয়ে হবিগঞ্জে একজন ও সুনামগঞ্জে একজনের মৃত্যু হয়েছে। তিন জন আহত হয়েছেন।
কৃষি কর্মকর্তা বলছেন, গতকাল পর্যন্ত আবহাওয়া অনেকটা ভালো ছিল। প্রতিদিন ৫ লাখের বেশি শ্রমিক ধান কাটার কাজে ব্যস্ত। দিনে ৫-৭ শতাংশ ধান কাটা হচ্ছে। আজ প্রতিকূল আবহাওয়ার কারণে ধান কিছুটা কম কাটা হয়েছে। তবে, কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সাহায্যে ধান কাটা অব্যাহত থাকায় গতি কিছু বেশি।
কৃষি বিভাগ বলছে, সিলেট অঞ্চলে ১ হাজার ৮৫০ কম্বাইন্ড হারভেস্টার সচল রয়েছে। একটি হারভেস্টার মেশিনের সাহায্যে দিনে কমপক্ষে প্রায় ৭-৮ হেক্টর জমির ধান কাটা সম্ভব।
এই বছর সিলেট বিভাগের হাওরাঞ্চলে ২ লাখ ৭৬ হাজার ৮০৩ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। নন-হাওরে ২ লাখ ২০ হাজার ৪১৬ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। বিভাগের হাওর ও নন হাওর মিলিয়ে মোট ৪ লাখ ৯৭ হাজার ২১৯ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে।
কৃষি বিভাগ আশা করছে, আগামী ৫ মে’র মধ্যে প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে হাওরের সম্পূর্ণ ধান নিরাপদে ঘরে তুলতে পারবেন কৃষকরা। এরপর পানি বাড়লেও ধান উৎপাদনে তেমন প্রভাব পড়বে না।