অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা ভিত্তিক কর্মসংস্থানের সুপারিশ শ্রম সংস্কার কমিশনের

বাসস
প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ২১:৫৫
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ছবি: পিআইডি

ঢাকা, ২৯ এপ্রিল, ২০২৫ (বাসস) : অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা ভিত্তিক কর্মসংস্থান বিষয়ে সুপারিশ করেছে শ্রম সংস্কার কমিশন।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে শ্রম সংস্কার কমিশন ২১ এপ্রিল তাদের প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার কাছে কমিশন এ প্রতিবেদন হস্তান্তর করে।

অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তা ভিত্তিক কর্মসংস্থানের সুপারিশে অপ্রাতিষ্ঠানিক খাতের প্রাতিষ্ঠানিকীকরণ বিষয়ে বলা হয়েছে, ‘একক নিবন্ধন ব্যবস্থা চালু করে অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দীর্ঘমেয়াদি, স্পষ্ট এবং পূর্বানুমেয় কর কাঠামো প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা।’

সুপারিশে বলা হয়, ‘সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা ভিত্তিক একটি দীর্ঘ মেয়াদি জাতীয় পরিকল্পনা প্রণয়ন করা, যেখানে সিএমএসএমই-র সংখ্যা কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা, জিডিপি’তে সিএমএসএমই-র অংশীদারিত্বের অনুপাত স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে এবং উপযুক্ত প্রাতিষ্ঠানিক ও আর্থিক বরাদ্দ দেয়া।’

স্থানীয় পণ্যের ক্লাস্টারভিত্তিক উদ্যোগে নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাধান্য দেয়ার সুপারিশ করা হয়েছে।

সুপারিশে বলা হয়েছে, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাবৃন্দের ব্যবসায়ের ক্ষেত্রে আর্থিক ব্যবস্থাপনা, পণ্যের কাঁচামাল সংগ্রহ, পণ্যের ডিজাইন, প্যাকেজিং, মার্কেটিং, পণ্যের বাজার অনুসন্ধান, ব্যবসায়ের সম্প্রসারণ, ব্র্যান্ডিং বিষয়ে প্রশিক্ষণের সঙ্গে সেবা প্রদানের ব্যবস্থা করা।

গৃহভিত্তিক ও পারিবারিক শিল্পকে সুরক্ষার জন্য বিশেষ প্রকল্প হাতে নেয়া এবং ঐতিহ্যবাহী শিল্পকে রক্ষার জন্য ভর্তুকির ব্যবস্থা করা।

সুপারিশে আরো বলা হয়েছে, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোক্তাবৃন্দের ঋণপ্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংকের পুনঃ অর্থায়নের পাশাপাশি ব্যাংকের ঋণ প্রক্রিয়া খরচে ভর্তুকি দেয়ার উদ্যোগ নেয়া।

আঞ্চলিক বৈষম্য দূরীকরণ ও সুষম নগরায়ণ বিষয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশে বলা হয়েছে, ‘পিছিয়ে পড়া অঞ্চলগুলোতে টেকসই এবং শোভন কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট নীতির ভিত্তিতে শ্রমঘন শিল্প ও বিশেষ অর্থনৈতিক এলাকা প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া।’

অন্তর্বর্তী সরকার গত ১৭ নভেম্বর বাংলাদেশ ইন্সটিটিউট অব লেবার স্টাডিজ’র (বিআইএলএস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদকে প্রধান করে ১০ সদস্যের একটি শ্রম সংস্কার কমিশন গঠন করে। কমিশন শ্রম বিষয়ে অংশীজন ও বিভিন্ন সংগঠন এবং প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করে সুপারিশসহ প্রতিবেদন দাখিল করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জাতীয় লজিস্টিকস নীতি-২০২৫ অনুমোদন, বিনিয়োগ ও রপ্তানিতে গতি আসবে
সুন্দরবনে ইঞ্জিন বিকল হয়ে নদীতে ভাসমান ৪২ যাত্রীকে বোটসহ উদ্ধার 
লালমনিরহাটে তুলার গোডাউনে অগ্নিকাণ্ড 
পটুয়াখালীতে আইন অমান্য করায় ৯টি যানবাহনকে জরিমানা 
ডেঙ্গু আক্রান্ত ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩৪
এডিস মশার লার্ভা তদারকিতে মাঠে নামছে ডিএসসিসি প্রশাসন
এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের ই-রেজিস্ট্রেশনে সময় বাড়ালো এনটিআরসিএ
ক্যাম্পাসে যৌন হয়রানি শূন্যের কোটায় নামিয়ে আনতে কাজ করছে ইউজিসি
সিরাজগঞ্জে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা অনুষ্ঠিত
মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো ইসরাইল
১০