মধ্য এশিয়ায় রেকর্ড ভাঙল তাপদাহ

বাসস
প্রকাশ: ১৯ মে ২০২৫, ২০:২২ আপডেট: : ১৯ মে ২০২৫, ২০:৩১
প্রতীকী ছবি

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস): চলতি মৌসুমে মধ্য এশিয়ায় তাপপ্রবাহ তীব্র আকার ধারণ করেছে। গত তিন মাস ধরে সেখানকার পাঁচটি দেশে অস্বাভাবিকভাবে উচ্চ তাপমাত্রা বিরাজ করছে এবং কিছু জায়গায় তাপদাহের রেকর্ড ভেঙেছে।

মধ্য এশিয়ায় পাঁচটি সাবেক সোভিয়েত রাষ্ট্র বিশ্ব উষ্ণায়নের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব দেশের অনেকেই কৃষি কাজ করেন। তীব্র খরার কারণে সেচের পানির ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে ফসল ও পানিবিদ্যুৎ উৎপাদন হুমকির মুখে পড়েছে।

সোমবার কিরগিজস্তানের আবহাওয়া বিভাগ এএফপি’কে জানায়, রাজধানী বিশকেকে শনিবার তাপমাত্রা ৩৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা মে মাসে সর্বোচ্চ রেকর্ড।

প্রতিবেশী উজবেকিস্তানের বেশ কয়েকটি শহরে এপ্রিল মাসে রেকর্ড ভাঙা তাপদাহ দেখা দিয়েছে। অন্যদিকে কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি পর্যন্ত বেশি ছিল।

তুর্কমেনিস্তানের আবহাওয়া পরিষেবা জানায়, দেশটির রাজধানী আশগাবাদে থার্মোমিটারগুলো এপ্রিল মাসে ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছুঁয়েছিল, যা ১৮৯১ সালে রেকর্ড শুরু হওয়ার পর থেকে সবচেয়ে উষ্ণতম।

কাজাখস্তানে চলতি বছর অস্বাভাবিক শীত পড়েছে। দেশটির সরকার এই মাসে ১১টি অঞ্চলে খরার পূর্বাভাস দিয়েছে।

তাজিকিস্তানের সরকার বিস্তারিত না জানিয়ে অস্বাভাবিক তাপমাত্রার কথা জানিয়েছে।

চরমভাবাপন্ন আবহাওয়ার কারণে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব অধ্যয়নকারী বিজ্ঞানীদের একটি জোট ওয়ার্ল্ড ওয়েদার অ্যাট্রিবিউশনের তথ্য অনুসারে, মধ্য এশিয়ায় মার্চ মাসের তাপমাত্রা প্রাক-শিল্পপূর্ব গড়ের তুলনায় ১০ ডিগ্রি সেলসিয়াস (১৮ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত বেশি ছিল।

ইউরোপের মতো বিশাল ও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হওয়া সত্ত্বেও ৮ কোটি মানুষের আবাসস্থল মধ্য এশিয়া তুলনামূলকভাবে দরিদ্র।

এই অঞ্চলটি বেশ কয়েকটি জলবায়ু অঞ্চলে বিস্তৃত। কিন্তু অঞ্চলটির মানুষ অস্বাভাবিক গরম, শুষ্ক গ্রীষ্ম, ঠান্ডা ও শীত অনুভব করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সংযুক্ত আরব আমিরাতকে ২০৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
ব্রিটেন-ইইউর মধ্যে ১২ বছরের মৎস্যশিকার চুক্তি
শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বদ্ধপরিকর : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
অসুস্থ ও অসমর্থ ক্রীড়াসেবীদের আর্থিক সহায়তা প্রদান
অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে ‘অবাঞ্ছিত সংস্থা’ ঘোষণা রাশিয়ার
রুয়ান্ডার সাবেক প্রেসিডেন্টের স্ত্রীর বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিল ফ্রান্স
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ এর মধ্যে যুগান্তকারী অংশীদারিত্বের সূচনা
ঈদুল আজহা উপলক্ষে ‘ঈদ স্পেশাল সার্ভিস' চালু করবে বিআরটিসি
৩৫তম জাতীয় পুরুষ হ্যান্ডবল প্রতিযোগিতা কাল শুরু
নতুন কেলেঙ্কারি সত্ত্বেও কানে আজীবন সম্মাননা পাচ্ছেন কেভিন স্পেসি
১০