পটুয়াখালী, ৭ জুলাই ২০২৫ (বাসস): জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ৩৪ সদস্য বিশিষ্ট জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাকে প্রধান সমন্বয়কারী করে এনসিপির পটুয়াখালী জেলা সমন্বয় কমিটি ঘোষণা করা হয়। তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব।
গতকাল রোববার কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন এবং মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বার্তায় এ কমিটি প্রকাশ করা হয়।
এতে বলা হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠিত হওয়ার আগ পর্যন্ত এ কমিটি কার্যকর থাকবে।
পটুয়াখালী সমন্বয় কমিটিতে ৬ জনকে যুগ্ম সমন্বয়কারী করা হয়েছে। তারা হলেন, মো. বশির উদ্দিন, বাশেদুল ইসলাম রাশেদ, ডা. মো. সাইমুম ইসলাম, জিনাত জাহান, মো. মঞ্জুরুল ইসলাম এবং গাজী শাহাবুদ্দিন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, মো. রবিউল ইসলাম, মো. সুলতান মাহমুদ, ইঞ্জিনিয়ার সাইফুল্লাহ আল মামুন, মো. হুমায়ুন কবির ফাহাদ, অভিলাষ কর্মকার, মো. আমিনুল ইসলাম আলিম, আফজাল হোসেন আকন, মো. রাসেল গাজী, মো. জুয়েল হাওলাদার, আতিকুর রহমান, আল ফাহাদ, রাহাত, মো. ইলিয়াস, মো. জাকারিয়া হোসেন, মো. আল আমিন (রিপন মৃধা), পলাশ ফকির, মো. সাইফুল ইসলাম, মো. রাজিব আকন, এইচ. এম. মাসুদুর রহমান, মো. তৌহিদুল ইসলাম, মিজানুর রহমান, আল আমিন, মো. নাসির উদ্দিন, হাসিবুজ্জামান রাকিব, ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান মিরাজ, মো. মনিরুজ্জামান এবং মাহাবুবুল আলম (নাঈম)।