রংপুর, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : উত্তরাঞ্চলের বৃহৎ বিনোদন কেন্দ্র রংপুর চিড়িয়াখানায় বাঘ দম্পতি রোমিও ও জুলিয়েটের ঘরে জন্ম নিয়েছে একটি পুরুষ শাবক, যার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প।
চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, শাবকটির জন্ম হয়েছে দেড় মাস আগে। দর্শনার্থীরা শাবকটিকে দেখতে খুবই উদগ্রীব।
শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই এই বাঘের বাচ্চাকে দেখতে ভিড় করছেন রংপুর চিড়িয়াখানায়।
বাঘ দেখতে আসা শিশু নাঈম বলেন, বাঘের বাচ্চাটি দেখতে খুবই অসাধারণ লাগছে। শাবকটিকে দেখতে পেয়ে আমি খুব খুশি হয়েছি।
বাঘ দম্পতি রোমিও-জুলিয়েটকে ২০২৩ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয়।
একই বছরের ১৯ সেপ্টেম্বর কেক কেটে তাদের জন্মদিন উদযাপন করা হয়েছিল।
এতদিন এ যুগলের কোনো সন্তান না থাকায় যেন একটি অপূর্ণতা থেকেই যাচ্ছিল। তবে সেই শূন্যতা পূরণ করলো ছোট্ট ডোনাল্ড ট্রাম্প, যার আগমনে চিড়িয়াখানা জুড়ে উৎসবের আমেজ।
দর্শনার্থী সাহানুর ও মনির জানান, বাঘের বাচ্চা জন্ম নিয়েছে তা তারা জানতেন না। কিন্তু খাঁচার সামনে গিয়ে ছোট্ট ট্রাম্পকে দেখে তারা অভিভূত।
চিড়িয়াখানার কিউরেটর ডা. আমবার আলী তালুকদার জানান, প্রায় দেড় মাস আগে বাঘিনী বাচ্চা প্রসব করে। তার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাকে তিন মাস পর্যবেক্ষণে রাখার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ইতোমধ্যেই খবর ছড়িয়ে পড়ায়, বাঘের বাচ্চা দেখতে প্রতিদিন দর্শনার্থীর চাপ বাড়ছে।
বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩৪ প্রজাতির ২৬৭টি প্রাণী রয়েছে। এর মধ্যে তিনটি বাঘ, একটি সিংহী, তিনটি জলহস্তী, আটটি ময়ুর, ৬২টি হরিণ, দুটি অজগর, একটি উটপাখি ও ৯টি বানর উল্লেখযোগ্য।
১৯৮৮ সালে প্রতিষ্ঠিত প্রায় ২১ একর জায়গাজুড়ে গড়ে ওঠা রংপুর চিড়িয়াখানাটি প্রতিদিনই হাজারো দর্শনার্থীর পদচারণায় মুখর থাকে। তবে, ডোনাল্ড ট্রাম্প জন্ম নেবার পর চিড়িয়াখানার প্রতি আগ্রহ যেন আরও কয়েকগুণ বেড়েছে।