ব্রহ্মপুত্রের ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে স্মারকলিপি পেশ

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:১৭
ছবি : বাসস

কুড়িগ্রাম, ২৪ জুলাই ২০২৫ (বাসস): নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবিতে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছেন জেলার রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের বাসিন্দারা। 

চর উন্নয়ন কমিটি চর রাজিবপুর শাখার সদস্য সচিব আমিনুর রহমানের নেতৃত্বে জেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, কোদালকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়াদ্দার, সাবেক চেয়ারম্যান ছফের আলী ও আব্দুল বারীসহ সাত সদস্যের এক প্রতিনিধি দল আজ দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানার সাথে সাক্ষাৎ করে তার হাতে স্মারকলিপি পেশ করে।

জেলা প্রশাসক নুসরাত সুলতানা নদী ভাঙন রোধে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, ‘জেলার ১৬টি নদ-নদীর প্রায় ২৫টি পয়েন্টে নদী ভাঙন চলছে। ভাঙন রোধে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে।’

এর আগে কুড়িগ্রাম শহর থেকে নদী পথে ২২ কিলোমিটারসহ ৬২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র তীরবর্তী কোদালকাটি ইউনিয়নের প্রায় দুই শতাধিক নদী ভাঙ্গা মানুষ কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও সমাবেশ করে।  

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
১০