নীলফামারীতে ৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:৪৫
৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। ছবি : বাসস

নীলফামারী, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা পরিষদের উদ্যোগে আজ দুপুরে জেলা সদরের ৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। 

শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম ম-ল, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম প্রমুখ।

সদর উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ‘ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলার দুই হাজার ৪০০ শিক্ষার্থী এই সুবিধা পাবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যাদের পরিবারের পক্ষে একটি স্কুল ব্যাগ কিনে দেওয়ার সামর্থ নেই। ওই অনুভুতি থেকে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে এমন শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে।’

পরে সদর উপজেলার শিক্ষকদের নিয়ে ডিজিটাল রক্তদান প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ বিষয়ক ক্যাম্পেইন করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল শেরপুর জেলায় দুদকের ১৮৪তম গণশুনানি
ফেনীতে ছিনতাই চক্রের ৬ সদস্য গ্রেফতার
ব্রাজিলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জামায়াত প্রতিনিধি দলের যোগদান
নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল
আওয়ামী লীগের আরও ৬ নেতা-কর্মী গ্রেফতার
শেরপুর সীমান্তে ভারতীয় মশলা জব্দ
নতুন কুঁড়ির আবেদনের সময়সীমা বৃদ্ধি
রাকসু নির্বাচনে শিবিরের প্যানেল ঘোষণা
ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু :  হাসপাতালে ভর্তি ৫৮০ জন 
ডিএসসিসিতে ভুয়া জ্বালানি খরচে কোটি টাকা আত্মসাৎ : দুদকের অভিযান
১০