নীলফামারীতে ৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৭:৪৫
৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। ছবি : বাসস

নীলফামারী, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলা পরিষদের উদ্যোগে আজ দুপুরে জেলা সদরের ৪০০ শিশু শিক্ষার্থী পেল শিক্ষা উপকরণ। 

শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়ের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জছিজুল আলম ম-ল, জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম প্রমুখ।

সদর উপজেলার ২০৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০০ শিক্ষার্থীকে একটি করে স্কুল ব্যাগ, একটি করে টিফিন বক্স ও একটি করে পানির পাত্র বিতরণ করা হয়।


জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, ‘ছেলে মেয়ে বিভেদ নেই, চল সবাই স্কুলে যাই’ শ্লোগানে জেলার ছয় উপজেলায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। জেলার দুই হাজার ৪০০ শিক্ষার্থী এই সুবিধা পাবে।

প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আছে যাদের পরিবারের পক্ষে একটি স্কুল ব্যাগ কিনে দেওয়ার সামর্থ নেই। ওই অনুভুতি থেকে জেলা পরিষদ এ উদ্যোগ গ্রহণ করেছে। আগামীতে এমন শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেয়ারও পরিকল্পনা রয়েছে।’

পরে সদর উপজেলার শিক্ষকদের নিয়ে ডিজিটাল রক্তদান প্লাটফর্ম ‘হিমোগ্লোবিন’ বিষয়ক ক্যাম্পেইন করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
যশোরে পিতার ফেলে যাওয়া সেই আফিয়ার পাশে দাঁড়ালেন তারেক রহমান
মুন্সীগঞ্জে রোপা আমন ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি
বিএনপির মধ্যে স্বৈরাচারী, সন্ত্রাসী ও কর্তৃত্ববাদ মনোভাব নেই: এ্যানি
রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা খুন
ক্ষমতায় গেলে নারী নির্যাতনকারীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
নড়াইলে মাসুদ রানা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নড়াইলে বিশ্ব ডায়াবেটিস দিবসে র‌্যালি ও সেমিনার 
পরমাণু সাবমেরিন তৈরির ব্যাপারে সম্মত যুক্তরাষ্ট্র ও দ. কোরিয়া
প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের উন্নয়নমন্ত্রীর বৈঠক: স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত
ঐতিহ্যবাহী উরুন-গাইনের চাহিদা কমলেও টিকে আছে
১০