সৈয়দপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান 

বাসস
প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ১৮:০৬
কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার। ছবি : বাসস

নীলফামারী, ২৪ জুলাই, ২০২৫ (বাসস) : জেলার সৈয়দপুরে মাধ্যমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় আজ বিকেলে ৩৭ শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। 

উপজেলা মাধ্যমিক শিক্ষা দপ্তরের আয়োজনে লায়ন্স স্কুল এ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সৈয়দপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবু তাহের খান। বিশেষ অতিথি ছিলেন, সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ। 

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামানিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. আনোয়ার হোসেন, আল-ফারুক একাডেমির শিক্ষার্থী উম্মে হাবিবা ও লায়ন্স স্কুল এ্যান্ড কলেজের শিক্ষার্থী ফেরদৌস আহমেদ প্রমুখ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রামানিক জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে ২০২২ ও ২০২৩ সালের এসএসসি, দাখিল, এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) এবং আলিম পরীক্ষায় সৈয়দপুর উপজেলায় ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত ৩৭ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিমান দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে নিহতদেও স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া মোনাজাত করা হয়।


 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ দুই কারবারি আটক
আত্রাই নদীর পানি বিপৎসীমার ওপরে হলেও কমতে শুরু করেছে পানি
ইয়েমেনে হুথিদের ‘জ্বালানি অবকাঠামো’তে হামলার দাবি ইসরাইলের
পেঁয়াজে আইপি নীতি পুনর্বিবেচনার দাবি
ট্রাম্প-পুতিনের আলাস্কা বৈঠক: পরবর্তী পদক্ষেপে ইউরোপীয় নেতৃবৃন্দ
কুয়াকাটায় সোনালী স্বপ্ন রোপণে ব্যস্ত কৃষকেরা
খাগড়াছড়িতে সাংবাদিকদের সঙ্গে জেলা পরিষদের মতবিনিময় সভা
ট্রাম্পের সঙ্গে ইউক্রেন শান্তি আলোচনা সুষ্ঠুভাবেই হয়েছে: পুতিন
দেশীয় সংস্কৃতির দিকে মনোনিবেশ সৌদি আরবের
রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই সনদের পূর্ণাঙ্গ খসড়া প্রেরণ
১০