বাগেরহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু

বাসস
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ১৫:৫৪
আজ বাগেরহাটে বিনামূল্যে সার ও বীজ বিতরণ শুরু। ছবি : বাসস

বাগেরহাট, ২৭ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাগেরহাটের চিতলমারীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে আগাম শীতকালীন শাক-সবজির বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

২০২৫- ২৬ অর্থবছরে রবি মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় উপজেলা কৃষি অফিস এ কর্মসূচির আয়োজন করে।

আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন এ কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আহমেদ ইকবাল, উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. সাদ্দাম হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান, উপজেলা আইসিটি অফিসার শেখ মোহাম্মদ ফয়সাল, উপজেলা সমাজসেবা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন হালদার, উপজেলা নির্বাচন কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুমান হুসাইন, উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিক।

উপজেলা কৃষি কর্মকর্তা সিফাত আল মারুফ জানান, উদ্বোধনের পর উপজেলার ৭ ইউনিয়নের মোট ৫৩০ জন কৃষকদের মধ্যে ৭ ধরনের ৯ প্যাকেট করে সবজির বীজ বিতরণ করা হয়। এর মধ্যে রয়েছে লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, মুলা, লাল শাক, বাটিশাক, পালংশাক ও মটর বীজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
২০২৮ সালের নির্বাচনে ভাইস-প্রেসিডেন্ট পদে লড়বেন না ট্রাম্প
বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও দৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত   
২০২১ সালের পর ২৮টি ‘কার্বন বোমা’ প্রকল্প চালু হয়েছে: এনজিওগুলোর সতর্কতা
নেপালের আমা দাবলাম পর্বতে দুই পর্বতারোহীর মৃত্যু
মধ্য এশিয়ার নেতাদের নিয়ে শীর্ষ বৈঠক আয়োজন করবেন ট্রাম্প
ফের চুক্তির প্রস্তাব প্রত্যাখ্যান মার্কিন বোয়িং কর্মীদের: ইউনিয়ন
দেশের মানুষ জানে কীভাবে স্বৈরাচার বিদায় করতে হয়: ডা. এজেডএম জাহিদ
ট্রাম্পের সঙ্গে পুনরায় বাণিজ্য আলোচনায় প্রস্তুত কানাডার প্রধানমন্ত্রী
রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জন গ্রেফতার
গ্রিসে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবে নিহত ৪
১০