ভোলা, ১৬ মে, ২০২৫ (বাসস) : গাঙ্গেয় দ্বীপের জেলা ভোলার ২৫ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের ভোলা-বরিশাল সেতু। এটি হলে বদলে যাবে ভোলার জনপদ ও মানুষের জীবনমান।
আর সেতুর সুবাদে প্রথমবারের মতে সারাদেশের সঙ্গে সড়ক পথে সরাসরি যোগাযোগ তৈরি হবে বিচ্ছিন্ন ভোলার। মুছে যাবে দ্বীপ জেলা’র ‘বিচ্ছিন্ন’ উপাধি। তবে কোনো আশ্বাস নয়, দ্রুত সেতুর কাজ শুরুর দাবি জেলাবাসীর।
ভোলার স্থানীয় বাসিন্দা মনির চৌধুরী, তালহা তালুকদার বাঁধন, মো. মঞ্জুর আলম ও সুমা বেগম জানান, দেশের একমাত্র দ্বীপ জেলা ভোলা। এই জেলার সঙ্গে সারাদেশের যোগাযোগের একমাত্র পথই হচ্ছে- নৌপথ।
সরাসরি সারা দেশের সঙ্গে সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা না থাকায় শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানে পিছিয়ে
রয়েছে জেলার বাসিন্দারা।
তারা জানান, ভোলা জেলা প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধশালী হলেও হাতেগোনা ছোট বড় মিলে ৩ থেকে ৪টির বেশি শিল্পকারখানা গড়ে ওঠেনি।
যোগাযোগ ব্যবস্থাসহ নানা কারণে শিল্প উদ্যোক্তারা আগ্রহী হননি ভোলায় শিল্পকারখানা করতে। তাই ভোলার উন্নয়নে দীর্ঘদিন ধরেই ভোলা-বরিশাল সেতুর দাবি জানিয়ে আসছিল জেলাবাসী। কিন্তু গড়ে ওঠেনি সেই স্বপ্নের সেতু।