চাঁদপুর, ২০ মে ২০২৫ (বাসস): জেলার হাজীগঞ্জ উপজেলায় আজ অবৈধ যানবাহন প্রতিরোধ ও সড়ক আইন বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
এ সময় হেলমেট না থাকায় ১২ মোটরসাইকেল চালককে মোট ছয়হাজার সাতশ’ টাকা জরিমানা করা হয়।
আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে হাজীগঞ্জ পৌরসভার সামনে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনে আল জায়েদ হাসান।
এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।