মেহেরপুরে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:২৪
ছবি : সংগৃহীত

মেহেরপুর, ২০ মে ২০২৫ (বাসস): জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ-সহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরেকটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। 

সহকারী পরিচালক মোহাম্মদ  মামুনুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা শহরের দু’টি খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের হোটেল বাজার এলাকার ‘ফ্রেন্ডস ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘পড়শী ড্রিংকিং ওয়াটার’ নামের আরেকটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোন কাগজপত্র না থাকায় সেটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। 

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
মৌলভীবাজারে চা শ্রমিক দিবস পালিত
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্পেইন 
১০