মেহেরপুরে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে জরিমানা

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:২৪
ছবি : সংগৃহীত

মেহেরপুর, ২০ মে ২০২৫ (বাসস): জেলায় আজ অস্বাস্থ্যকর পরিবেশ-সহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

এছাড়া প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আরেকটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে জেলা সদরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এ অভিযান পরিচালনা করেন। 

সহকারী পরিচালক মোহাম্মদ  মামুনুল হাসান জানান, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে জেলা শহরের দু’টি খাবার পানি সরবরাহকারী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের হোটেল বাজার এলাকার ‘ফ্রেন্ডস ড্রিংকিং ওয়াটার’ নামের একটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন ও বাজারজাত করার দায়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ‘পড়শী ড্রিংকিং ওয়াটার’ নামের আরেকটি পানি সরবরাহকারী প্রতিষ্ঠানের কোন কাগজপত্র না থাকায় সেটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়। 

অভিযানকালে জেলা নিরাপদ খাদ্য অফিসার রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তরিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় যৌথ অভিযানে ট্রলার ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
১০