চট্টগ্রামে নকল জুস কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১ 

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৩৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ২০ মে, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এসময় নকল জুস তৈরির কারখানা থেকে মিজানুর রহমান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।  

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কক্সবাজারের চকরিয়া উপজেলার মৃত হাবিবুল ইসলামের ছেলে এবং তিনি ঘটনাস্থল বাকলিয়ার নতুন ব্রিজ আনসার প্লটের খালেদার মা’র কলোনিতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

মিজানুর ভাড়া বাসায় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই নকল জুস তৈরির কারখানাটি গড়ে তুলেন। সেখানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে বিভিন্ন ব্যান্ডের নামে নকল জুস তৈরি করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন বলেন, অভিযানে বিভিন্ন ব্যান্ডের বিপুল পরিমাণ নকল জুসসহ জুস তৈরির মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় যৌথ অভিযানে ট্রলার ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
১০