চট্টগ্রামে নকল জুস কারখানায় পুলিশের অভিযান, গ্রেপ্তার ১ 

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৩৬
ছবি : বাসস

চট্টগ্রাম, ২০ মে, ২০২৫ (বাসস): চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল জুস এবং জুস তৈরির সরঞ্জাম জব্দ করেছে পুলিশ। এসময় নকল জুস তৈরির কারখানা থেকে মিজানুর রহমান (২৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়।  

গ্রেপ্তারকৃত মিজানুর রহমান কক্সবাজারের চকরিয়া উপজেলার মৃত হাবিবুল ইসলামের ছেলে এবং তিনি ঘটনাস্থল বাকলিয়ার নতুন ব্রিজ আনসার প্লটের খালেদার মা’র কলোনিতে একটি বাসা ভাড়া নিয়ে থাকতেন বলে জানিয়েছে পুলিশ।

মিজানুর ভাড়া বাসায় কোনো বৈধ কাগজপত্র ছাড়াই নকল জুস তৈরির কারখানাটি গড়ে তুলেন। সেখানে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করে বিভিন্ন ব্যান্ডের নামে নকল জুস তৈরি করে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করা হচ্ছিল।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার হোসেন বলেন, অভিযানে বিভিন্ন ব্যান্ডের বিপুল পরিমাণ নকল জুসসহ জুস তৈরির মেশিন ও সরঞ্জাম জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য আড়াই লাখ টাকা। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আওয়ামী লীগ নেতা রানার অপহরণের বিবরণ ভিত্তিহীন : প্রধান উপদেষ্টার প্রেস উইং
বিশেষ অভিযানে ১৯ জন গ্রেফতার 
ভোলাগঞ্জে পাথর লুটপাটে জড়িত ১৪ জনের কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ ব্যক্তির মৃত্যু
সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় ৭ জনের সাক্ষ্যগ্রহণ
নির্বাচন কমিশনের সামনে এনসিপির বিক্ষোভ সমাবেশ কাল
টিএনজেড ও মাহমুদ গ্রুপের সম্পত্তি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ করা হবে : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা
৪৩তম বিসিএসে ১৬২ জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি  
অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের অঙ্গীকার পুনর্ব্যক্ত নরওয়ের
মৌলভীবাজারে চা শ্রমিক দিবস পালিত
১০