রাজশাহীর হত্যা মামলার দুই পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

বাসস
প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৪৪
ছবি : বাসস

চট্টগ্রাম, ২০ মে, ২০২৫ (বাসস) : রাজশাহীর বাগমারা থানা এলাকায় হত্যাকাণ্ডের ঘটনায় দুই পলাতক আসামিকে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম র‌্যাব-৭ এর মিডিয়া উইংয়ের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মেজর সাদমান সাকিব।

এই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- নওগাঁ জেলার আত্রাই থানার খোরশেদ আলম ও একই জেলার ভুটু প্রামাণিক। 

মেজর সাদমান সাকিব বলেন, ‘গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাত আনুমানিক সাড়ে বারোটার দিকে যৌথ অভিযান চালিয়ে বাকলিয়ার রাহাত্তারপুল এলাকা থেকে পলাতক আসামি খোরশেদ আলম ও ভুটু প্রামাণিককে গ্রেফতার করা হয়।’

তিনি আরো বলেন, পুরোনো শত্রুতার জেরে, গত ৪ এপ্রিল রাজশাহীর বাগমারা থানা এলাকার রনশিবাড়ী বাজারে আব্দুর রাজ্জাক প্রামাণিকের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হন আমিনুল ইসলাম। সংঘর্ষের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে রাজ্জাককে আঘাত করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের হাতে ধরা পড়েন আমিনুল। কিন্তু পুলিশ তাকে হেফাজতে নেওয়ার আগ মুহূর্তে স্থানীয় জনতা হামলা চালিয়ে আমিনুলকে ছিনিয়ে নিয়ে লাঠি ও ইট দিয়ে পিটিয়ে হত্যা করে। এই ঘটনায় অজ্ঞাত এক হাজার-১২শ জনকে আসামি করে বাগমারা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। আটক দু’জন এই মামলার আসামি। 

তিনি আরো বলেন, ‘পরবর্তী আইনি প্রক্রিয়া হিসেবে তাদেরকে চান্দগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শেরপুরে নিখোঁজের দুদিন পর শিশুর লাশ উদ্ধার
ভোলায় যৌথ অভিযানে ট্রলার ও বেহুন্দি জালসহ ৮ জেলে আটক
ইসরাইলের নাম না নিয়ে কাতারে হামলার নিন্দা জানালো জাতিসংঘ নিরাপত্তা পরিষদ
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
১০