কুড়িগ্রামে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:৩২

কুড়িগ্রাম, ২০ জুলাই ২০২৫ (বাসস) :  জেলার উলিপুরে মসজিদের ছাদের  রেলিং ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের পুত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের ওজুখানায় ওজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপর  থেকে রেলিং ভেঙে তাকে চাপা দেয়। এসময়  অন্যান্য মুসল্লিরা আব্দুল মমিনকে রেলিঙের নিচ থেকে বের করেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। দুর্ঘটনার দিন মাগরিবের নামাজের সময় ওজু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। তাই কোনো মামলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম
সাগর থেকে মেঘনা-তেতুলিয়ায় আসছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, নদীতে ব্যস্ত জেলেরা
বায়ু, পলিথিন ও শব্দদূষণ রোধে ১,৫৪০ মোবাইল কোর্ট অভিযানে ৩৭৯৭টি মামলা দায়ের
ইউরোপীয় ইউনিয়নের নেতাদের নিকট বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মার্কিন মুদ্রাস্ফীতি অনুকূল হওয়ায় ঊর্ধ্বমুখী ধারায় বিশ্ব শেয়ারবাজার
ফ্রান্সের সাথে ইরানের বন্দী বিনিময় চুক্তি দ্বারপ্রান্তে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী
রাজধানীতে আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেফতার
কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের আশাবাদ ভ্যাটিকানের
নেপালে বিক্ষোভে মৃতের সংখ্যা বেড়ে ৫১ : পুলিশ
১০