কুড়িগ্রামে মসজিদের রেলিং ভেঙে মুসল্লির মৃত্যু

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:৩২

কুড়িগ্রাম, ২০ জুলাই ২০২৫ (বাসস) :  জেলার উলিপুরে মসজিদের ছাদের  রেলিং ভেঙে আব্দুল মমিন (৬৮) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে। গতকাল শনিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের আপুয়ার খাতা জামে মসজিদে এ ঘটনা ঘটে। আব্দুল মমিন ওই এলাকার মৃত রহিম উদ্দিনের পুত্র। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার মাগরিবের নামাজ আদায় করার জন্য আব্দুল মমিন মসজিদের ওজুখানায় ওজু শেষ করে মসজিদে প্রবেশের সময় আকস্মিকভাবে ছাদের ওপর  থেকে রেলিং ভেঙে তাকে চাপা দেয়। এসময়  অন্যান্য মুসল্লিরা আব্দুল মমিনকে রেলিঙের নিচ থেকে বের করেন। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, বাড়ির পাশে মসজিদ হওয়ায় আব্দুল মমিন নিয়মিত এ মসজিদে নামাজ পড়তেন। দুর্ঘটনার দিন মাগরিবের নামাজের সময় ওজু করে মসজিদে প্রবেশের সময় মাথার ওপর রেলিং ভেঙে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ নেই। তাই কোনো মামলা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৭২ এর সংবিধানে দেশের সকল জনগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি : নাহিদ ইসলাম
টেকসই বিনিয়োগে বৈশ্বিক প্রতিশ্রুতি জরুরি : পরিবেশ উপদেষ্টা
চট্টগ্রামের পতেঙ্গায় প্রায় ৪০ লাখ টাকার বিদেশি মদ জব্দ
প্রশাসনের বিভিন্ন জায়গায় স্বৈরাচারের দোসররা বসে আছে : নাহিদ ইসলাম
শেখ হাসিনাসহ ১শ’ জনের দুর্নীতির ছয় মামলা বিচারের জন্য প্রস্তুত
ভিন্নমত সত্ত্বেও ঐক্যবদ্ধভাবে ‘রেইনবো স্টেট’ গড়ে তুলতে চাই : মির্জা ফখরুল
কুমিল্লা বোর্ডে স্থগিত এইচএসসি পরীক্ষা ১২ আগস্ট
বগুড়ায় জুলাই শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি
নওগাঁয় শহীদদের স্মরণে কৃষকদলের বৃক্ষরোপণ 
সিরাজগঞ্জে জুলাই পুনর্জাগরণ ২৪ এর রঙে গ্রাফিতি প্রতিযোগিতা
১০