গাইবান্ধা, ২৮ আগস্ট, ২০২৫(বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জেলার গোবিন্দগঞ্জের কামদিয়া হাটে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওসার রহমান তানসেন ও সমবায় বিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক এমরান চৌধুরী।
বিএনপির মিডিয়া সেলের ফেইসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়েছে।