কুড়িগ্রাম, ১৪সেপ্টেম্বর, ২০২৫(বাসস) : জেলায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এতে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মাহফুজুর রহমান, কুড়িগ্রাম সেনা ক্যাম্প কমান্ডার মেজর শাহরিয়ার আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ) জাকির হোসেন, বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জেলা জামায়াতের সেক্রেটারি নিজাম উদ্দিন, জেলা সমাজসেবার উপ-পরিচালক হুমায়উন কবির,জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ।
জেলা প্রশাসক খুন, মাদক, চুরি, ছিনতাই, চোরাচালান, নারী ও শিশু নির্যাতন অপরাধ প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে জেলার হিন্দুধর্মাবলম্বীদের আগামী শারদীয় দুর্গোৎসব পালনে সর্বাত্মক সহযোগিতা করা হবে।