নাটোরে ‘স্কাউটস ওন’ অনুষ্ঠানে রোভারবৃন্দের শপথ

বাসস
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৪:১২
গত ১৬ অক্টোবর থেকে চারদিনব্যাপী ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শুরু হয় । ছবি: বাসস

নাটোর, ১৮ অক্টোবর, ২০২৫ (বাসস) : জেলায় ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেটে অংশগ্রহণকারী রোভারবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল শুক্রবার রাত ৯টায় জেলা স্কাউট ভবনে অনুষ্ঠিত‘স্কাউটস্ ওন’ অনুষ্ঠানে এ শপথ গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের ২৩টি শিক্ষা প্রতিষ্ঠানের রোভার শিক্ষার্থীবৃন্দ।

জেলা রোভারের সম্পাদক জাকিরুল ইসলামের সভাপতিত্বে ‘স্কাউটস ওন’ অনুষ্ঠান সমন্বয় করেন কোর্সের টিম লীডার আব্দুল মোত্তালেব। শপথ বাক্য পরিচালনা করেন হাসলিনা কেবি। শুভেচ্ছা বক্তব্য দেন, জেলা রোভার সহকারী কমিশনার ফারাজী আহম্মদ রফিক বাবন।

এ অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীবৃন্দ হামদ, নাত পরিবেশন ছাড়াও চিন্তা ও কাজে নির্মল, বিনয়ী ও অনুগত, জীবের প্রতি দয়া, মিতব্যয়ীসহ রোভার স্কাউট আইনের সাথে সংগতিপূর্ণ ধর্মীয় নেতৃবৃন্দের জীবনধারায় বিভিন্ন স্মরণীয় ঘটনাপ্রবাহ উপস্থাপন করেন।

গত ১৬ অক্টোবর থেকে চারদিনব্যাপী ১১তম নাটোর জেলা কোর্স ফর রোভার মেট শুরু হয়েছে। সমসাময়িক বিভিন্ন ইস্যু এবং স্কাউট আন্দোলনের মৌলিক বিষয়াদি ও সাংগঠনিক কাঠামো, ডেন ব্যবস্থাপনা, সেফ ফ্রম হার্ম, ম্যানারস্ এন্ড এটিকেট, নেতৃত্ব উন্নয়ন, ক্রু কাউন্সিল গঠন সেশন পরিচালিত হয়েছে।

আজ হাইকিং ও তাঁবু জলসা অনুষ্ঠিত হবে। আগামীকাল রোভার মেট কোর্স শেষ হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডে দায়িত্ব পালনকালে ২৫ আনসার সদস্য আহত
ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫
শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় জামায়াতের আমিরের উদ্বেগ
১৫ ফিলিস্তিনির মরদেহ ফেরত পাঠাল ইসরাইল
থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী অভিজিৎকে রক্ষণশীল দলের নেতা হিসেবে পুনর্বহাল
বিএমইউতে ‘ইসলামী চিকিৎসা শিক্ষার বিবর্তন ও নৈতিক অনুশীলন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ফিলিপাইনে ফেংশেন ঝড় আতঙ্কে উপকূল ছাড়ছে বাসিন্দারা
জাতীয় প্রেস ক্লাবের দুই দিনব্যাপী শিশু আনন্দমেলা শেষ
দেশের জনগণকেই আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারণ করতে হবে : বিচারপতি ড. তারিক
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন নিয়ন্ত্রণে, রাত ৯টা থেকে ফ্লাইট চলাচল শুরু
১০