ঢাকা, ১৮ মে, ২০২৫(বাসস) ঃ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।
আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ জানায়, এই টুর্নামেন্টে ৮৫৮ জন গলফার অংশগ্রহণ করেন।
মেজর (অব.) মো. গিয়াস উদ্দিন আহমেদ টুর্নামেন্টে ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
এছাড়াও ভ্যাটারান উইনার: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মান্নান মিয়া, সিনিয়র উইনার: লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জসিম উদ্দিন সরকার, লেডি উইনার : সালমা জেসমিন সিদ্দিকী এবং মাস্টার খান ফারহান আহমেদ জুনিয়র উইনারের পুরস্কার লাভ করেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ (এলপিআর), ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আর্মি গলফ ক্লাবের পরিচালক (অপারেশনস এন্ড স্পোটর্স) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. গোলাম মনজুর সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, চার দিনব্যাপী এ ‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৫’ গত বুধবার শুরু হয়।