৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৫ সমাপ্ত

বাসস
প্রকাশ: ১৮ মে ২০২৫, ১৬:৫৫ আপডেট: : ১৮ মে ২০২৫, ১৮:১১
ছবি: আইএসপিআর

ঢাকা, ১৮ মে, ২০২৫(বাসস) ঃ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন শনিবার ঢাকা সেনানিবাসস্থ আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত ‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৫’ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ জানায়, এই টুর্নামেন্টে ৮৫৮ জন গলফার অংশগ্রহণ করেন।

মেজর (অব.) মো. গিয়াস উদ্দিন আহমেদ টুর্নামেন্টে ওভার অল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।  

এছাড়াও ভ্যাটারান উইনার: ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুল মান্নান মিয়া, সিনিয়র উইনার: লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. জসিম উদ্দিন সরকার, লেডি উইনার : সালমা জেসমিন সিদ্দিকী এবং মাস্টার খান ফারহান আহমেদ জুনিয়র উইনারের পুরস্কার লাভ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল খান ফিরোজ আহমেদ (এলপিআর), ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক বশির আহমেদ, আর্মি গলফ ক্লাবের প্রধান নির্বাহী অফিসার ব্রিগেডিয়ার জেনারেল(অব.) সৈয়দ আহমেদ আলী, আর্মি গলফ ক্লাবের টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আখতার শহীদ, আর্মি গলফ ক্লাবের গলফ ক্যাপ্টেন কর্নেল মুহাম্মদ শরীফুল ইসলাম, সদস্য সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম, আর্মি গলফ ক্লাবের পরিচালক (অপারেশনস এন্ড স্পোটর্স) লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. গোলাম মনজুর সিদ্দিকী, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। 

উল্লেখ্য,  চার দিনব্যাপী এ ‘৩য় ওয়েস্টার্ন গ্রুপ প্রেসিডেন্ট কাপ গল্ফ টুর্নামেন্ট-২০২৫’ গত বুধবার শুরু হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে সমাজ ও রাষ্ট্র গঠনে প্রচেষ্টা চালানোর আহ্বান জামায়াত আমিরের
সুনামগঞ্জে দুদকের ১৭৬তম গণশুনানি সোমবার
পুলিশের অতিরিক্ত আইজিপি পদে ১২ জনের পদোন্নতি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৮৬ জন হাসপাতালে ভর্তি
বাড্ডায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ : চিকিৎসাধীন শিশুর মৃত্যু
হরিণ শিকার ঠেকাতে সুন্দরবনে চিরুনি অভিযান চলছে
দুর্ঘটনারোধে প্রয়োজন ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন ও বাস্তবায়ন
দক্ষিণ আমেরিকার জঙ্গলে সুপারম্যাক্স কারাগার নির্মাণের পরিকল্পনা ফ্রান্সের 
কান চলচ্চিত্র উৎসব : প্রথম সপ্তাহের উল্লেখযোগ্য মুহূর্ত
মিরপুরে শ্যামল পল্লী বস্তিতে আগুন
১০