গণঅভ্যুত্থানের শক্তিকে সংহত করতে রাজপথে আমার ভূমিকা বেশি হবে: নাহিদ ইসলাম

বাসস
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:২৭ আপডেট: : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৭
উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর নাহিদ ইসলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ছবি: বাসস

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি,২০২৫ (বাসস): অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন মো. নাহিদ ইসলাম। তিনি বলেছেন, ‘গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যে পদত্যাগ করেছি।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘গণ-অভুত্থানে অংশগ্রহণকারী শক্তিকে সংহত করতে আমি মনে করেছি সরকারের থেকে সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে। আমি মনে করি- এখনও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে গণঅভ্যুত্থান হয়েছিল, সেটা পূরণে রাজপথে থাকাই আমার অভিপ্রায়।’

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এসময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, ছয় মাসে তিনি দুটি মন্ত্রণালয়ের বাইরেও অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। ছয় মাস খুবই কম সময়। তারপরও তিনি চেষ্টা করেছেন বলে জানান। তিনি বলেন, তার কাজের মূল্যায়ন জনগণ করবে।

নাহিদ ইসলাম বলেন, আজ উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক একটা বৈঠক ছিল। সেখানে আমার পদত্যাগের বিষয় নিয়ে আলোচনা হয় এবং আলোচনা সাপেক্ষে তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে ইস্তাফা দেয়ার পদত্যাগপত্র প্রধান উপদেষ্টা বরাবর জমা দিয়েছি। এছাড়া জুলাই ফাউন্ডেশন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন এবং সরকারের যেসকল কমিটিতে ছিলাম-সকল কমিটি থেকে পদত্যাগ করেছি।

নাহিদ ইসলাম সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠন হচ্ছে সেখানে অংশগ্রহণ করার তার অভিপ্রায় আছে।

তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে দেশের বর্তমান পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকার প্রয়োজন। আমরা গণতান্ত্রিক যে পরিবর্তনের আকাঙ্ক্ষা করি এবং গণঅভ্যুত্থানে যে ছাত্র-জনতা অংশগ্রহণ করেছে, তা সংহত করতে সরকার থেকে আমি পদত্যাগ করেছি।

নাহিদ ইসলাম বলেন, গত ৬ থেকে ৭ মাস চেষ্টা করেছি কাজ করে যাওয়ার এবং মন্ত্রণালয়গুলোতে যে কাজ করেছি তার ফলাফল হয়তো সামনের দিনগুলোতে পাওয়া যাবে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরসনে তাদের কাজের সফলতা আগামীতে দেখা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দল গঠন হবে। এই দলের নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। সে কারণে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন বলে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাণিজ্য উপদেষ্টার সঙ্গে চীনের ইউনান প্রদেশের গভর্নরের সাক্ষাৎ 
ঐকমত্যের ভিত্তিতে সনদে স্বাক্ষর করে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা দরকার: আমির খসরু
স্থানীয় নির্বাচন দ্রুত প্রয়োজন: তোফায়েল আহমেদ
রাবি প্রেসক্লাবের নেতৃত্বে মাহিন ও মিশন
রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের প্রচেষ্টা অব্যাহত থাকবে: রাষ্ট্রদূত
গ্রীষ্মে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকবে: পিডিবি চেয়ারম্যান
এই মুহূর্তে রাজনৈতিক ঐক্য জরুরি : মির্জা ফখরুল
ফেনীর যুবলীগ নেতা চট্টগ্রামে গ্রেফতার
নগরীর যানজট নিরসনে হকার ব্যবস্থাপনা জরুরি : চসিক মেয়র
সংস্কার না করে কোনো নির্বাচনে ভালো ফল পাওয়া যাবে না: তোফায়েল আহমেদ
১০