চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

বাসস
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১৩:২১ আপডেট: : ১৪ মে ২০২৫, ১৪:২৪
বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বন্দর নগরীর জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন। ছবি: প্রধান উপদেষ্টার ফেসবুক

চট্টগ্রাম, ১৪ মে, ২০২৫ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বন্দর নগরী চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

অধ্যাপক ইউনূস সাংবাদিকদের প্রতি চট্টগ্রামের জলাবদ্ধতা সংকট নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান।

এছাড়া তিনি বিশেষজ্ঞদের চট্টগ্রামের জলাবদ্ধতা পরিস্থিতির ওপর নজর রাখারও আহ্বান জানান।

জলাবদ্ধতাকে প্রতীকী সমস্যা ও এক জটিল সংকট আখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, স্থানীয় প্রশাসন যেন দীর্ঘদিনের এই সমস্যার কার্যকর সমাধানের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপন করে।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন প্রধান উপদেষ্টাকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা পরিস্থিতি সম্পর্কে একটি সারসংক্ষেপ উপস্থাপন করেন।

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সি. আর আবরার, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম, প্রধান উপদেষ্টার স্পেশাল এনভয় লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নেত্রকোনায় সন্তান হত্যার দায়ে পিতার যাবজ্জীবন কারাদণ্ড 
শিল্পী থেকে প্রধানমন্ত্রী হওয়া এদি রামা চতুর্থ দফায় আলবেনিয়ার ক্ষমতায়
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ডিবির অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের ছয়জন গ্রেফতার
বিচারপ্রার্থী জনগণের সেবাপ্রাপ্তি সহজীকরণে সারাদেশের আদালতে হেল্পলাইন চালুর নির্দেশ
আইপিএল’এ দিল্লি ক্যাপিটালসে খেলবেন মুস্তাফিজ
সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ জায়গায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে: আসিফ মাহমুদ 
ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামে দু’দেশের অংশীদারিত্ব গঠনের আহ্বান
সুনীল অর্থনীতির উন্নয়নে আর্থিক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ
সাবেক এমপি অসীম কুমারের ১৪টি ফ্ল্যাটের রিসিভার নিয়োগ
১০