বাসস
  ০১ জানুয়ারি ২০২৫, ১৯:১০
আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ১৯:৫২

নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি: ছাত্রদলের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে নেওয়া

ঢাকা, ১ জানুয়ারী, ২০২৫ (বাসস): বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, রক্তদান কর্মসূচিসহ নানা আয়োজনে দেশের বিভিন্ন জেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

বাসস’র কুমিল্লা সংবাদদাতা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ দুপুরে নগরীর কান্দিরপাড় দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি পালিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় বিএনপির ত্রাণ ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির আহবায়ক আমিন উর রশিদ ইয়াছিন।উদ্বোধক ছিলেন মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু। প্রধান বক্তা ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু।
বক্তব্য রাখেন,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ভিপি নজরুল ইসলাম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি নাদিমুর রহমান শিশির, সাধারণ সম্পাদক তোফায়েল আহাম্মেদ, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ জেলা ও মহানগর ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ।

লক্ষীপুর সংবাদদাতা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে লক্ষীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসুচির মধ্যে দিয়ে দিবসটি পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ উপলক্ষ্যে  দুপুরে শহরের আদর্শ সামাদ সরকারী উচ্চ বিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গনে গিয়ে সমাবেশে মিলিত হয়। লক্ষীপুর-২ আসনের সাবেক এমপি আবুল খায়ের ভূইয়ার নেতৃত্বে জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহুমদ ইব্রাহিম ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনসহ ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রায়পৃুর,রামগতি,কমলনগর ও রামগঞ্জ উপজেলায় প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী সংবাদদাতা জানান, ছাত্রদলের জেলা সভাপতি আরিফুল ইসলাম রোমানের  নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে জেলা বিএনপি নেতা এডভোকেট আসলাম মিয়া এবং  মোঃ হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

জয়পুরহাট সংবাদদাতা জানান, আজ সকাল সাড়ে ৮ টায় ষ্টেশন রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রক্তদান কর্মসুচী শেষে এক র‌্যালি বের করা হয়। র‌্যালি শহর প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা ছাত্রদলের সভাপতি মামুন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সেক্রেটারি রাইসুল ইসলাম,জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান,শহর বিএনপির সভাপতি আবু রায়হান উজ্জ্বল প্রধান। এ সময় শহর ও সরকারী কলেজ শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইল সংবাদদাতা জানান, আজ বেলা সাড়ে ১১টায় জেলা ছাত্রদলের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, র‌্যালি, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনির সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক আলী হাসান, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জর্জ, সদর উপজেলা বিএনপির সভাপতি মুস্তাফিজুর রহমান আলেক, সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ,জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল,জেলা কৃষকদলের আহ্বায়ক নবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান,সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাঈদ বাবু প্রমূখ।

বাগেরহাট সংবাদদাতা জানান, বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ছাত্রদল বাগেরহাট জেলা শাখার দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসুচি শুরু হয়। জেলা ছাত্রদলের নেতা শেখ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্ত্যব রাখেন পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক ছাত্রনেতা ওবায়দুল ইসলাম জুয়েল। এ সময় উপস্থিত ছিলেন,বিএনপি নেতা সারাফাত হোসেন বাবলু,আল ইমরান,শামিম মুন্সি,জসিম মিনা,ফারহান মাসুক,রোহিত,আল-আমিন, হৃদয়,ইমন,রবি,তাসকিন,সাইফ,মারুফ প্রমুখ। রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম।

রংপুর সংবাদদাতা জানান, জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‌্যালি করেছে রংপুর জেলা ও মহানগর ছাত্রদল। রংপুর জেলা ছাত্রদলের সদস্য সচিব আফতাবুজ্জামান সুজনের নেতৃত্বে দুপুরে রংপুর মহানগরে আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক জোহার নেতৃত্বে জেলা স্কুল থেকে আরেকটি পৃথক র‌্যালি বের করা হয়। র‌্যালিতে রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম রাজু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল নেতৃত্ব দেন।

সিরাজগঞ্জ সংবাদদাতা জানান, সিরাজগঞ্জে ছাত্রদলের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। বেলা ১১টায় শহরের পৌর ভাসানী মিলনায়ন চত্বর থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও  জেলা বিএপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।  আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও পরিচালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ।

শেরপুর সংবাদদাতা জানান, জেলা ছাত্রদলের সভাপতি মো.নিয়ামুল হাসান আনন্দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ শারদুল ইসলাম মুরাদ,যুগ্ম আহ্বায়ক মোঃ শামীম হোসাইন,আজিজুর রহমানসহ জেলার ৫ উপজেলা থেকে আগত ছাত্রদলের বিভিন্ন ইউনিটের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেত্রকোনা সংবাদদাতা জানান, জেলার হাওর উপজেলা খালিয়াজুরীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। খালিয়াজুরী কলেজ মাঠে উপজেলা ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.মাযহারুল ইসলাম পলিনের সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াসিন আরাফাত হৃদয়ের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন,  মো. মাহবুবুর রহমান, মো. নাজমুল হক আরিফ, মো. ইদ্রিস আলী মোল্লা, রেশাদুল আলম শাহীন, মো. আক্তার হোসেন।